রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তাই আজ করোনায় মৃত্যু শূন্য রয়েছে এ হাসপাতাল।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা বা উপসর্গে কোনো মৃত্যুর রেকর্ড নেই।
তিনি আরও জানান, করোনা ইউনিটে ১০৪ শয্যার বিপরীতে আজ সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ১৭ জনে।
বর্তমানে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই, নওগাঁর ছয়, নাটোরের তিন, পাবনার দুই এবং কুষ্টিয়ার দুইজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আর করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ৫ জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি এক জনেরও।
এদিকে ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ল্যাব।
সর্বশেষ রোববার এ ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ছয় জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার বিপরীতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার কিছুটা বেড়ে ৪ দশমিক ২০ শতাংশে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময় : ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসএস/জেডএ