ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টিকার ‘বুস্টার ডোজ’ পেয়েছেন সাড়ে ৫ লাখ মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
টিকার ‘বুস্টার ডোজ’ পেয়েছেন সাড়ে ৫ লাখ মানুষ ফাইল ছবি

ঢাকা: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার (১২ জানুয়ারি) পর্যন্ত দেশজুড়ে পাঁচ লাখ ৪০ হাজার ৫২৬ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো দেশব্যাপী টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন মোট ৩৪ হাজার ৮৬০ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ২৩ হাজার ১০৪ জন এবং নারী ১১ হাজার ৭৫৬ জন। এর আগের দিন মঙ্গলবার পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট পাঁচ লাখ পাঁচ হাজার ৬৬৬ জনকে।

এছাড়াও এদিন দেশব্যাপী ১৪ লাখ ৩৮ হাজার ৯৯৭ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এর ফলে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন ৮ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৩৯১ জন।

একই সঙ্গে এদিন মোট তিন লাখ ১৪ হাজার ৩৯ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। এনিয়ে দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৩৮১ জন।

বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক্সের টিকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০২২
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।