ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহী বিভাগে জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
রাজশাহী বিভাগে জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্ত

রাজশাহী: রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৪৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে তারা শনাক্ত হন।

অথচ এর আগের ২৪ ঘণ্টায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। অর্থাৎ এটি মহামারি চলাকালে গত জুলাইয়ের পর বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ১৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, বগুড়ায় ১৩৭ জন, নওগাঁয় ৪১ জন, নাটোরে ১৯ জন, জয়পুরহাটে ৯ জন, সিরাজগঞ্জে ৩০ জন ও পাবনায় ৭২ জন করোনা পজিটিভ রোগী  নতুনভাবে শনাক্ত হয়েছেন। সংক্রমিত ৪৬৮ জনের মধ্যে সর্বোচ্চ ১৫৬ জন রাজশাহীরই বাসিন্দা।

ডা. নাজমা আক্তার বলেন, সংক্রমণ বাড়ায় বিভাগজুড়ে করোনা পরীক্ষার সুযোগও বাড়ানো হয়েছে। বর্তমানে রাজশাহী বিভাগের দুটি বেসরকারি ল্যাবের পাশাপাশি আটটি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী- আজকের সংখ্যা মিলিয়ে মহামারি শুরুর পর থেকে রাজশাহী বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৬১৯ জন। বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন। সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৮১০ জন। গেল ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন রোগী। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১৮ হাজার ৩৪০ জন। বাকিরা হাসপাতালে ভর্তি হয়নি। তারা নিজ উদ্যোগে বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন।

এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি করোনা পজিটিভ রোগী ছিলেন। করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট ৪৩ জন রোগী ভর্তি ছিলেন।  

এর আগের দিন বুধবার (১৯ জানুয়ারি) রাজশাহী জেলার ৩৭১টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে ৪০ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।