ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

না.গঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ২২২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
না.গঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ২২২ ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২২২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১৯.৬১ শতাংশ।

সোমবার (২৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর।

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৮১ জন, আড়াইহাজারে ২২ জন, বন্দরে ৬, রূপগঞ্জে ৫১, সদরে ৩৮ এবং সোনারগাঁয়ে ২৪ জন করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮২৬ জন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।