ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

১০০ শয্যায় উন্নীত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
১০০ শয্যায় উন্নীত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষে নবনির্মিত একটি ভবনের উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই ভবনের উদ্বোধন করা হয়।

 

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমানের সভাপতিত্বে অন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।