ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

করোনা টিকা দিতে গাড়ি নিয়ে গ্রামে গ্রামে স্বাস্থ্যকর্মীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
করোনা টিকা দিতে গাড়ি নিয়ে গ্রামে গ্রামে স্বাস্থ্যকর্মীরা

নরসিংদী: নরসিংদীর বেলাবতে গাড়িতে ঘুরে ঘুরে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। বেলাব উপজেলা প্রশাসন মহামারি করোনা নিয়ন্ত্রণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অভিনব এই কৌশল গ্রহণ করেছে।

 

বেলাব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে টিকা কর্মসূচির উদ্বোধন করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন। এ উদ্যোগের মাধ্যমে সর্বসাধারণের টিকা গ্রহণ নিশ্চিত হচ্ছে।

জানা যায়, বৃহস্পতিবার থেকে বেলাব উপজেলার ৮টি ইউনিয়নের ১৯টি জনবহুল জায়গায় গাড়ি নিয়ে ঘুরে ঘুরে টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। প্রতিটি গাড়িতে ৪ জন করে স্বাস্থ্যকর্মী টিকার কাজে নিয়োজিত রয়েছেন। এই টিকা নিতে অনলাইনে আবেদন করতে হয় না। তাৎক্ষণিক টিকার গাড়ির কাছে উপস্থিত হয়েই টিকা নেওয়া যাচ্ছে। ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সব বয়সের লোকজন টিকা গ্রহণ করছে। দুই দিনে প্রায় ২৬৮৭ জন মানুষকে টিকা দেওয়া হয়েছে।

উপজেলার বিন্নাবাইদ এলাকায় ভ্রাম্যমাণ টিকার গাড়িতে টিকা নিতে এসেছেন কামাল মিয়া। তিনি বলেন, আমরা দিন আনি দিন খাই। একদিন কাজ বন্ধ দিলে টাকা পাবো না। তাই টিকা নিতে যাইনি। এখন গাড়ি থেকে সহজেই টিকা নেওয়া যাচ্ছে বলে টিকা নিতে এসেছি।

শ্যামলী আক্তার নামে আরেকজন বলেন, টিকা নিতে নিবন্ধন করতে হয়। এটা করতে পারিনি বলে টিকা নেয়নি। এখন নিবন্ধন না ছাড়া সহজেই টিকা নেওয়া যাচ্ছে। যার কারণে টিকা নিতে এসেছি।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বাংলানিউজকে বলেন, সব শ্রেণী-পেশার মানুষের টিকা গ্রহণ নিশ্চিত করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে আমরাই প্রথম ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এই টিকাদান কাজ শুরু করেছি। অনেক খেটে-খাওয়া দরিদ্র মানুষরা তাদের কাজ রেখে টিকা দিতে যেতে চায় না। তাই সবাইকে টিকার আত্ততায় এনে উপজেলার শতভাগ টিকা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।