চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের চিকিৎসা ব্যবস্থাকে অনেক দূর এগিয়ে এনেছেন। দেশ স্বাধীন হওয়ার পর মানুষের গড় আয়ু ছিল ৫২ বছর।
শনিবার (৫ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া রহিমানগর বাজারে ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, এক সময় ডায়রিয়া, বসন্তসহ মহামারি রোগে অনেক মানুষ মারা গেছেন। এ ধরনের রোগে গ্রামের পর গ্রাম মানুষ আক্রান্ত হয়েছেন। এসব রোগের চিকিৎসা এখন আছে। ডায়রিয়া নিয়ে গবেষণার জন্য আমাদের মতলবে উদরাময় গবেষণা কেন্দ্র হয়েছে। যার কারণে এসব রোগ নির্মূল করা সম্ভব হয়েছে। আমাদের দেশে এখন আর কুষ্ঠ রোগ রোগ নেই। এর চিকিৎসা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।
তিনি বলেন, সরকার শুধুমাত্র চিকিৎসাই নয় বরং অন্ন, বস্ত্র ও বাসস্থানও নিশ্চিত করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন-প্রাথমিক শিক্ষা হবে বিনামূল্যে এবং সবার জন্য সমান। সেটিও বাস্তবায়ন হয়েছে এবং অভিভাবকদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখন উপবৃত্তি দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া রহিমানগর ডায়াবেটিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম।
সমিতির সাধারণ সম্পাদক মো. শাহপরাণ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক এমপি অধ্যাপক ডা. শহীদুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
আরও বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী (সোহাগ), সমিতির অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, নির্বাহী সদস্য নুরুন্নবী রবিন।
এই চিকিৎসা কেন্দ্রে হওয়ার কারণে এখন কচুয়াসহ আশপাশের উপজেলার হাজারো ডায়াবেটিস রোগীর চিকিৎসা নেওয়ার সুযোগ সৃস্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
আরএ