ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সীতাকুণ্ডের ৬ রোগী দেখলেন ডা. সামন্ত লাল সেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুন ৮, ২০২২
চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সীতাকুণ্ডের ৬ রোগী দেখলেন ডা. সামন্ত লাল সেন

ঢাকা: চট্টগ্রাম সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের সময় কেমিক্যাল থাকা কন্টেইনার বিস্ফোরণে আরও ছয় জন রোগী আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ভর্তি আছে। বার্ণ ইনস্টিটিউটের ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম সেখানে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

বুধবার (৮ জুন) সকালের দিকে চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ডা. আইউব, ডা. হেদায়েত তিন সদস্যের একটা টিম সেখানে গিয়েছে।

সামন্ত লাল সেন বাংলানিউজকে জানান, চোখের সমস্যা থাকায় তারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছে। সেখানে চোখের সমস্যার পাশাপাশি দগ্ধ থাকায় দুই জনকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এ নিয়ে আসা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।