ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স উপসর্গ নিয়ে হাসপাতালে নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুন ১০, ২০২২
চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স উপসর্গ নিয়ে হাসপাতালে নারী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক নারী হাসপাতালে এলে তাকে চিকিৎসা দিয়ে আইসোলেশনে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (৯ জুন) মাঙ্কিপক্স সন্দেহে এ রোগীকে শনাক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই নারী চুয়াডাঙ্গা উপজেলার শঙ্করচদ্র ইউনিয়নের ভন্ডরদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ওই নারীর ছেলে বলেন, আমার মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। গত মঙ্গলবার হঠাৎ করে হাতের তালুসহ শরীরের বিভিন্ন অংশে ফোসকা উঠতে শুরু করে। পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা আরও জানিয়েছেন মায়ের শরীরের ফোসকাগুলো মাঙ্কিপক্সের উপসর্গ হতে পারে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ওই বৃদ্ধা হাতের তালু, হাতের আঙুল, শরীরের বিভিন্ন অংশে বড় বড় ফোসকা, জ্বর, মাথাব্যথা, সম্পূর্ণ শরীরে ব্যথা ও শরীর দুর্বলতা নিয়ে চিকিৎসা নিতে আসেন। আমাদের কাছে মাঙ্কিপক্সের উপসর্গ মনে হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন সাজ্জাদ হোসেন বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর শরীরে মাঙ্কিপক্স রোগের উপসর্গ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে। তারা এসে শরীরের নমুনা সংগ্রহ করেছে। নমুনা পরীক্ষা রিপোর্ট না পেলে, মাঙ্কিপক্স আক্রান্ত কিনা তা নিশ্চিত করে বলা যাবে না।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।