আজ কেমন যাবে
তারিখ- ২৬/০১/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ২
সহনশীলতার প্রকাশে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। কোনো প্রতিকূল খবরে ভয় না পেয়ে তার সমাধানের বিষয়ে চিন্তা করুন।
টোটকা: বাড়ির উত্তর দিকে একটি ফুলের টব তিনটি সাদা ঝিনুক রাখলে বিপদ কেটে যাবে।

আপনার অতি নিকটজনও আজ আপনার স্বপক্ষে কথা বলতে চাইবে না। সন্ধ্যের পর ভুল বোঝাবুঝিতে অর্থনাশ হতে পারে। জাতিকাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের খবর আগেই তাদের কানে পৌঁছাবে। সময়ের দাম রাখতে গিয়ে কোনো বিশেষ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে।
টোটকা: তিনটি বট গাছের পাতায় সামান্য কাঁচা হলুদ দিয়ে কাছে রাখুন।

অতি দ্রুত শেষ করার চেষ্টা আদতে কাজে সমস্যা তৈরি হয়ে শেষ হতে দেরি হতে পারে। তবে এই নিয়ে বিতর্কে যাবেন না। কোনো আবেগপ্রবণ ঘটনার সঙ্গে জড়িয়ে যেতে পারেন। জাতিকারা নিজের ভুলে কোনো ব্যক্তিকে বেশি অর্থপ্রদান করে ফেলতে পারেন। পারিবারিক ঝামেলা অব্যাহত থাকবে। প্রেমযোগ আছে।
টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে পাঁচটি কড়ি রাখুন।

ছোট দিকগুলো নিয়ে বিচার বিবেচনা করে কাজ করতে হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ফল লাভ হলে মানসিক তৃপ্তি পাবেন। জাতিকাদের কর্মক্ষেত্রে সহকর্মীদের তরফে বিরুদ্ধাচারী মনোভাবের যোগ আছে। কোনো বিশেষ আত্মীয় আপনার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করবে।
টোটকা: সিঁদুর ও তেল দিয়ে একটি পিতলের থালায় অর্ধেক চাঁদ এঁকে রাখুন।

পরিচিত পথেই বাঁধার সম্মুখীন হতে পারেন। অত্যন্ত পরিচিতির কারণ অনুরোধে গুরু দায়িত্ব পালন করতে হতে পারে। পরিবার ও কর্মক্ষেত্র নিয়ে আপনি যথেষ্ট ব্যস্ত থাকবেন। জাতিকাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। দাম্পত্য যোগে বিঘ্ন।
টোটকা: একটি পিতলের পাত্রে ডাবের জল দিয়ে শোবার সময় মাথার কাছে রাখলে উপকার পাবেন।

বাক্য প্রয়োগে নিজেকে সংযত করুন। ভাল-মন্দ ঘটনার মধ্যে দিয়ে দিনটি সাধারণভাবে কাটবে। তবে সঞ্চয় নষ্ট হলে কষ্ট পেতে পারেন। জাতিকারা সংযত বাক্যের প্রয়োগে সফলতা পাবেন। নতুন সুযোগ আসতে পারে। প্রেমযোগ বর্তমান।
টোটকা: ভোরে শয্যা ত্যাগ করার সময় পশ্চিমদিকে মুখ করে প্রথমে ডান পা মাটিতে ফেলুন।

ব্যবসার ক্ষেত্রে মতের অমিলে অগ্রগতিতে বাধা আসতে পারে। নতুন যোগাযোগের দ্বারা উন্নতির লক্ষণ আছে। জাতিকারা মিষ্টি ব্যবহারে মাধ্যমে শত্রুপক্ষের পরিকল্পনার হদিস পাবেন। জাতিকাদের পক্ষে আজকের দিনটি অর্থনৈতিকভাবে শুভ। তবে প্রেমযোগ পরিলক্ষিত হচ্ছে না।
টোটকা: শুক্রবার দিন সূর্যোদয়ের আগে বিছানা ত্যাগ করলে উপকার পাবেন।

পদস্থ ব্যক্তির নির্দেশ মেনে চললে আজকের দিনে সহজে উন্নতির সুযোগ আসবে। তবে অকারণ ভয়ে সুযোগ হারাবার লক্ষণ দেখা যাচ্ছে। জাতিকারা পারিবারিক সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত থাকবেন। কাজে অমনোযোগী হওয়ার ফলে মানসিক বিরক্তির সৃষ্টি হতে পারে।
টোটকা: একটি পান সেজে সেটিকে ভোর বেলা জলাশয়ে ফেলে দিন।

আর্থিক বাধা না থাকলেও পরিপার্শ্বিক সমস্যা জেরবার করতে পারে। দরকারি বিষয় নিয়ে যথাযথ পদক্ষেপ আপনার সফলতার কারণ হবে। জাতিকারা সতর্কতার ফলে তাদের বিরুদ্ধে কোনো দুরভিসন্ধির পরিকল্পনা ধরে ফেলবেন। পরিবেশ অনুকূলে থাকায় পূর্ব সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে। প্রেমযোগ আছে।
টোটকা: ঠিক সূর্যোদয়ের সময় বটগাছ তিন বার প্রদক্ষিণ করে তার গোড়ায় জল দিন।

বিরুদ্ধ শক্তি তৎপর হলেও ভাগ্যক্রমে ক্ষতির হাত থেকে রেহাই পাবেন। স্বজন কারোর আগমন হতে পারে এবং তার সঙ্গে ব্যবসা সংক্রান্ত আলোচনা হতে পারে। সন্ধ্যের পরে সবরকম আর্থিক লেনদেন বন্ধ করুন। জাতিকারা বেশ কয়েকবার হয়রানির শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকা দরকার।
টোটকা: বয়রা এবং হরিতকী ঠিক সন্ধ্যের সময় জলাশয়ে নিক্ষেপ করুন।

অলসতা এবং অকারণ ভয় আপনাকে উন্নতির থেকে দূরে নিয়ে যেতে পারে। অতি ঝুঁকি প্রবণতা সমস্যা সঙ্কুল হলেও নিয়ন্ত্রিত ঝুঁকি আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। জাতিকারা সমালোচনার যথাযোগ্য উত্তর দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে পারবেন। দুপুরের পর থেকে সমস্যা কমবে।
টোটকা: বাড়ির পশ্চিম দিকে সূর্যমুখী গাছ লাগান।

অতিরিক্ত বিচলিত হয়ে পড়লে সমস্যা বাড়বে। সমস্যা হাজির হলেও তা কোনোভাবেই আয়ত্ত্বের বাইরে যাবে না। কর্মস্থলে পরিশ্রমের মাত্রা বাড়তে পারে। পরিবারে প্রত্যক্ষ কোনো অসুবিধা না থাকলেও জাতিকারা পরোক্ষ বাধা অনুভব করবেন। অপছন্দের পরিবেশকে মানিয়ে চলতে হবে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: একটি আয়নায় লাল সিঁদুর এবং তেল দিয়ে একটি টিপ লাগিয়ে তাকে লাল শালু কাপড়ে মুড়ে শোবার ঘরে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫