যাবে আজ কেমন
তারিখ- ২৯/০১/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
রাশিচক্রে গ্রহের শুভ অবস্থানের ফলে আজ আপনি বিরুদ্ধ পরিবেশের মধ্যেও সফলতা পাবেন। জাতিকাদের অবস্থা বুঝে সিদ্ধান্ত বদলের প্রয়োজন পড়তে পারে।
টোটকা: আয়নায় লাল সিঁদুর ও তেল দিয়ে একটি টিপ লাগিয়ে তাকে লাল শালু কাপড়ে মুড়ে শোবার ঘরে রাখুন।

আপনার বিশ্লেষণী গুণের ফলে আগেই সমস্যা অনুধাবন করতে পারবেন। বুদ্ধিতে কোনো যোগাযোগ কাজে লাগিয়ে উন্নতির সুযোগ আসবে। জাতিকাদের অর্থ নষ্টের যোগ আছে। রাতের দিকে পারিবারিক কারণে মন খারাপ হতে পারে। প্রেমযোগ বর্তমান।
টোটকা: ঘরে সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল অথবা আতর রাখুন।

পারিবারিক যোগাযোগ ব্যবহারের ফলে সমস্যা মুক্তির যোগ দেখা যাচ্ছে। ঘটনার গতির দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিন। দুপুরের পর উপযুক্ত যোগাযোগ আপনাকে সাহায্য করবে। জাতিকারা আজকের দিনে বিলাসবহুল ক্ষেত্র বা জায়গাগুলি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো অবস্থায় আজকের দিনে ক্ষমতার অপব্যবহার করবেন না।
টোটকা: বাড়ির পশ্চিম দিকে সূর্যমুখী গাছ লাগান।

কর্মক্ষেত্রে দায়িত্ব বণ্টন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে আপনার হাতে থাকা ক্ষমতা সাবধানে ব্যবহার করুন। জাতিকারা কর্মস্থলে উন্নতিমূলক পরিবর্তনে বেশ আনন্দই পাবেন। তবে বেহিসাবি হলে সঞ্চয় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে।
টোটকা: তিনটি করে বয়রা ও হরিতকি ঠিক সন্ধ্যের সময় জলাশয়ে নিক্ষেপ করুন।

কোনো ঘটনায় আপসোস হতে পারে। পরিবারে মায়ের কথা প্রাধান্য দিয়ে সমস্যার সমাধান হতে পারে। জাতিকাদের অর্থযোগ শক্তিশালী। কথা দিয়ে সেটা রাখতে না পারার জন্য সমস্যার মুখে পড়তে হতে পারে।
টোটকা: নিমপাতা মিশ্রিত জলে গোসল করুন।

আপনার সরল জীবনচর্চা মানুষকে আকর্ষণ করবে। দাদা বা পরিবারের অন্য কোনো অগ্রজের সঙ্গে মতের অমিল দেখা দেবে। জাতিকাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। পরিবারের পরিবেশ নিজের অনুকূলে রাখতে গেলে বুদ্ধির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে উঠবে। প্রেমযোগ নেই।
টোটকা: ঠিক সূর্যোদয়ের সময় বট গাছ তিনবার প্রদক্ষিণ করে তার গোড়ায় জল দিন।

আজকের দিনে অর্থযোগ রয়েছে। তবে বিকেলের দিকে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। জাতিকাদের অন্যমনস্কতার জন্য কাজে ভুল হওয়ার সম্ভাবনা। কোনো বদমেজাজি মানুষের মাধ্যমে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।
টোটকা: শোবার ঘরে একটি পাত্রে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।

ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের অভাব প্রকট হতে পারে। তবে দাম্পত্য জীবন অনুকূলে থাকায় কাজে উদ্যম বজায় থাকবে। জাতিকারা লোভনীয় উপহার বা কথার ফাঁদে পা দিলে ঠকতে পারেন। পরিবারের পক্ষে সহায়তার যোগ দেখা যাচ্ছে।
টোটকা: একটি পান সেজে সেটিকে ভোরবেলা জলাশয়ে ফেলে দিন।

ঈর্ষাপ্রবণ কোনো মানুষের অধীনে কাজ করতে হতে পারে। কোনো কারণে মানসিক উত্তেজনা বাড়তে পারে। জাতিকাদের সারাদিনে নানা রকম ছোট ছোট ঝামেলায় পড়তে হবে। রাতে কোনো শুভ খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।
টোটকা: শুক্রবার সূর্যোদয়ের আগে বিছানা ত্যাগ করলে উপকার পাবেন।

সন্তানদের প্রতি আরও সহনশীল হতে হবে। কর্মক্ষেত্রে পরিবেশ শান্ত থাকলেও পারিবারিক পরিবেশ কিছুটা প্রতিকূল হতে পারে। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকুন। বিরোধীদের কাজকর্মের ফলে পাওনা টাকা পেতে দেরি হতে পারে। জাতিকাদের উপযুক্ত ব্যক্তি নির্বাচনে ভুল হওয়ায় সমস্যা বাড়তে পারে। যোগাযোগ রক্ষার ফলে জাতিকাদের উন্নতির যোগ আছে।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।

বদ্ধপরিকর মনোভাবের পুরস্কার পাবেন। প্রতিপক্ষকে ভালো করে বুঝে নিন। আপনার সঙ্গে বেমানান কোনো কাজের দায়িত্ব আপনার কাঁধে পড়তে পারে। জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় বাড়তে পারে। সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করুন। প্রেমযোগ শুভ নয়।
টোটকা: সারাদিন একটি পাত্রে পানিয়ে জব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে রাখুন।

আজকের দিনে আয় ও খরচের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে। দুপুরের পর থেকে পরিবেশ অনুকূলে আসবে। জাতিকারা কোনো স্নেহভাজনের আগমনে খুশি হবেন। জাতিকাদের যথাযথ প্রচেষ্টায় গৃহে আনন্দবহুল পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ আছে।
টোটকা: ভোরে শয্যা ত্যাগ করার সময় পশ্চিমদিকে মুখ করে প্রথমে ডান পা মাটিতে ফেলুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫