আজ কেমন যাবে
তারিখ: ০৯/০৪/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
পাওনাগণ্ডা নিয়ে অংশীদারি ব্যবসায় সমস্যার যোগ। গুরুজনের পরামর্শে সম্পত্তি-সমস্যার সমাধান হতে পারে।
টোটকা: কিছুটা দই, গম ও একটি আদার টুকরো মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বিলম্ব হলেও কর্মে উন্নতি হবে। সাহায্যের প্রতিদান চাইলে পাবেন না। পাকাশয়ের সমস্যায় দুর্ভোগ হতে পারে। দাম্পত্য বিষয়ে বাহ্যিক প্রভাবের কারণগুলি নিয়ে সতর্ক থাকুন।
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।

বাক্য প্রয়োগে সংযমের অভাব আপনার ক্ষতি করবে। নিজের আচরণের ফলেই আপনার ভাবমূর্তির ক্ষতি হতে পারে। মূল্যবান দ্রব্য ও নথিপত্র বেহাত হওয়ার আশঙ্কা। সম্পত্তি-মামলার ফল সন্তোষজনক না-ও হতে পারে। প্রেমযোগ আছে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

বিষয়-সম্পত্তি নিয়ে ভাই-বোনের ব্যবহারের ফলে মনে আঘাত লাগতে পারে। বৈদেশিক দ্রব্য বা উপহার লাভের শুভযোগ। চুরি বা প্রবঞ্চনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা। প্রেমযোগ শক্তিশালী হচ্ছে।
টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বাঘাস ও কিছুটা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

কর্মক্ষেত্রে কড়া কথা না বলে শান্ত ব্যবহারে কার্যোদ্ধার করার চেষ্টা করুন। বিভিন্ন শারীরিক সমস্যা দিনের মধ্যে বিব্রত করবে। ছাত্রদের বিলম্বে হলেও উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: একটি পিতলের পাত্রে ডাবের জল দিয়ে শোবার সময় মাথার কাছে রাখলে উপকার পাবেন।

উপহাস বা অপমানে মেজাজ না হারিয়ে কিছুটা সময় অপেক্ষা করুন। শত্রুর মোকাবিলায় আইনি অস্ত্র প্রয়োগই সমীচীন হবে। বাড়িতে আনন্দ অনুষ্ঠানে গুপ্ত শত্রুর চক্রান্তের সম্মুখীন হতে হবে। প্রেম শুভ।
টোটকা: ভোরে শয্যা ত্যাগ করার সময় পশ্চিমদিকে মুখ করে প্রথমে ডান পা মাটিতে ফেলুন।

ভালো যোগাযোগ ও সেই সূত্রে কর্মে উন্নতির সম্ভাবনা। গুরুজন ও ভাইবোনের সঙ্গে অকারণ বিরোধে মনোকষ্ট বাড়বে। গুণী ব্যক্তির সান্নিধ্যে মানসিক শান্তি লাভ করবেন। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: একটি পান সেজে সেটিকে ভোরবেলা জলাশয়ে ফেলে দিন।

কর্মক্ষেত্রে সহকর্মীদের কিছু ব্যবহার আপনাকে বিব্রত করতে পারে। কোনো আত্মীয়ের নীতিহীন আচরণে সম্পর্কহানির আশঙ্কা দেখা দেবে। বৈষয়িক লাভ ত্বরান্বিত হতে পারে। প্রেমযোগ সেভাবে পরিষ্কার নয়।
টোটকা: ঠিক সূর্যোদয়ের সময় বটগাছ তিনবার প্রদক্ষিণ করে তার গোড়ায় জল দিন।

নামি সংস্থায় কাজের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতি ও বিকল্প কর্মসংস্থানের সম্ভাবনা দেখা যাচ্ছে। সংক্রমণ ও হাড়ের সমস্যায় দুর্ভোগ দেখা দিতে পারে। সম্পত্তি প্রাপ্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: একটি জামপাতাসহ জাম ডালকে কিছুটা সিঁদুর, কিছুটা চাল, সামান্য মাটি, অল্প জল একটি পাত্রে রেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে সমস্যার মোকাবিলা করতে সফল হবেন। মানুষের মন জয় করার ক্ষমতা আপনার আছে। এর ব্যবহারে সফলতা পাবেন। জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা। প্রেম শুভ।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোনো সর্পগন্ধা গাছে জল দিন।

জ্ঞাতিশত্রুর চক্রান্তে ভাই-বোনের সঙ্গে বিরোধ বাড়বে। উত্তেজিত না হয়ে পারিবারিক সমস্যার সমাধান করুন। হাড় ও স্নায়ুর রোগে ভোগান্তির লক্ষণ দেখা যাচ্ছে। প্রেম-প্রণয়ে জটমুক্তির সম্ভাবনা।
টোটকা: আমলকি ও কাঁচা ডুমুর একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

বহুমুখী প্রতিভার যোগ রাশিচক্রে প্রকাশিত হচ্ছে। তবে সবদিক বজায় রাখতে সমস্যা হবে। সংস্থা পরিবর্তনের সুযোগ মিলতে পারে। মূত্রাশয়ে অস্ত্রোপচারের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমযোগ শুভ।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর লাল সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এএ