ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

আর্থিকক্ষেত্রে সফলতা মীনের, সিংহের পথে দুর্ভোগ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আর্থিকক্ষেত্রে সফলতা মীনের, সিংহের পথে দুর্ভোগ

আজ কেমন যাবে
তারিখ: ২৬/১১/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
পুরনো প্রেম হঠাৎ করেই হাজির হতে পারে। কাজের সফলতা আপনাকে আনন্দ দেবে।

অপছন্দের লোকজনকে সহজে আয়ত্তে আনবেন। ব্যক্তিগতভাবে আর্থিক সাফল্য পাবেন। যাত্রাপথের সমস্যা আপনাকে বিচলিত করতে পারে।

টোটকা: পানিতে সোনা ও রুপার যে কোনো গহনা কিছুক্ষণ ডুবিয়ে রেখে ওই জল বাড়ির চার কোণে ছিঁটিয়ে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
কোনো বন্ধুর সঙ্গে সময় কাটিয়ে মন কিছুটা হালকা হবে। পরিবারে উপযুক্ত পদক্ষেপ নিতে দেরি হতে পারে। চোখের বিশেষ যত্ন নিন। মানসিক অবসাদ বাড়তে পারে। হঠাৎ করে কোনো আর্থিক লাভ হতে পারে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
কোনো সম্পর্ক দাম্পত্য জীবনে সন্দেহের জন্ম দিতে পারে। এর ফলে মানসিক যন্ত্রণা বাড়বে। অধস্তন কর্মীদের সঙ্গে সমস্যা মিটে সুসম্পর্ক তৈরি হবে। অর্থযোগ মধ্যম থেকে শুভ।

টোটকা: পানিতে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
পারিবারিক জীবনে সমস্যা সমাধানের সম্ভাবনা আছে। দাম্পত্য বিষয়ে বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন। অর্থনৈতিক সমস্যা এখনই কাটবে না। ভ্রমণের যোগ আছে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
সমাজে আপনার প্রতিষ্ঠা, সম্মান, যোগাযোগ ও ক্ষমতা বাড়লেও দাম্পত্য জীবন কোনো কারণে একঘেঁয়ে মনে হতে পারে। এতে ভিতরে ভিতরে হতাশ হয়ে পড়তে পারেন। চিন্তা থাকলেও সন্তানের খবরে সম্মান বাড়বে। পথে দুর্ভোগ পোহাতে হতে পারে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
নতুন বন্ধুত্ব উপভোগ করতে পারবেন। চট করে কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাসভঙ্গের সম্ভাবনা আছে। তবে সবাইকে অবিশ্বাস করারও কোনো প্রয়োজন নেই। প্রেমের ক্ষেত্রে একটা দোদুল্যমান অবস্থা তৈরি হতে পারে। আর্থিক ক্ষতির যোগ।

টোটকা: একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোনে রেখে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১
আর্থিক বাধা দূর হবে। তবে পরিবারের কেনা-কেনাকাটার জন্য খরচ বাড়বে। বন্ধু বা বান্ধবীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পারিবারের পক্ষে দিনটি শুভ। যাত্রাপথে বাধার স্বীকার হতে হবে।

টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
চাকরির ক্ষেত্রে কিছু অসুবিধা থাকবে। ছোটদের আবদার মেটাতে খরচ হতে পারে। ভ্রমণের সম্ভাবনা আছে। নতুন জায়গায় নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফুটিক রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩
নতুন গাড়ি কেনার শখ পূরণ হতে পারে। তবে প্রতিদিনের খরচের ব্যাপারে আরও সাবধান হওয়া দরকার। নতুন জীবনে প্রবেশের পথ প্রশস্ত হতে পারে। ছোট ছোট শারীরিক সমস্যার সম্ভাবনা আছে।

টোটকা: ভোরবেলায় দারুচিনি ও মধু সেবন করুন।  

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কোনো প্রকার বাধা আপনাকে আটকে রাখতে পারবে না। তবে লক্ষ্য অর্জনের সঙ্গে কিছু সমস্যাও হাজির হতে পারে। আর্থিক দিকের সমস্যা মেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনে সন্দেহের জন্ম হতে পারে।

টোটকা: একটি গোটা সুপারি বাড়ির পশ্চিম দিকের কোণে মাটির পাত্রে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
অপছন্দের লোকজন আপনার ক্ষতি করার চেষ্টা করেও বিশেষ কিছু করতে পারবে না। অবস্থার পরিপ্রেক্ষিতে খরচ সংকোচন করতে হবে। প্রেম নিয়ে পরিচিত কারো দিকে থেকে সমস্যা তৈরির চেষ্টা হবে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: একটি মাটির পাত্রে কয়েকটি দুর্বাঘাস রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১
অর্থ খরচ করেই আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন- এমন ধারণা ভুল। সম্পর্ক নিয়ে সমস্যা নিজের সামর্থ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করুন। পরিবারে অল্পবিস্তর অশান্তি লেগে থাকতে পারে। সন্তান নিয়ে কিছুটা চিন্তা থাকবে। আর্থিকক্ষেত্রে সফলতা পাবেন।

টোটকা: পাখিদের শস্য দান আপনার জন্য অতি শুভ।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।