ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাশিফল

সিংহের প্রেমে সংশয়, আর্থিক সফলতা মীনের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
সিংহের প্রেমে সংশয়, আর্থিক সফলতা মীনের

আজ কেমন যাবে
তারিখ- ১৭/১২/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। পথ চলতি সময় সতর্ক থাকা দরকার।

ভ্রমণযোগে বাধা রয়েছে। আর্থিকযোগ শুভ। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। সপরিবারে বিনোদনের সুযোগ থাকছে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আপনার জন্য দক্ষিণ–পূর্ব দিক শুভ। কাজে উন্নতির খবর আসতে পারে। উপহার প্রাপ্তির সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। তবে দাম্পত্য সমস্যা হতে পারে। গোপন শত্রুরা সক্রিয় থাকবে। অর্থযোগ শুভ। ব্যবসায়ে উন্নতিরযোগ আছে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৬

মিথুন: (২২মে – ২১ জুন)
বন্ধুর পরামর্শে ক্ষতির অশঙ্কা। ব্যবসার উন্নতির পথে বাধা আছে। কর্মক্ষেত্রে উন্নতিরযোগ। প্রেমের প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে। শারীরিক কিছু সমস্যা থাকতে পারে কিন্তু যাত্রাযোগ শুভ আপনার।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনাকে নানাভাবে আটকাবার চেষ্টা হতে পারে। স্বজনদের কেউ সমস্যা সৃষ্টি করতে পারেন। বন্ধুর সাহায্যে সমস্যা মুক্তিরযোগ আছে। কাজ এলোমেলো হয়ে যাওয়ার ফলে আপনার চিন্তা বাড়বে। প্রেমের ক্ষেত্রটি শুভ। ভ্রমণের সম্ভাবনা ভালোই।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)
উত্তর–পশ্চিম  দিক থেকে শুভ খবর আসতে পারে। নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমের সম্পর্কে কোনো সংশয় হাজির হতে পারে। দাম্পত্য জীবন সুখের। আর্থিকযোগ শুভ। ভ্রমণের বাধা দেখা যাচ্ছে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অতিথিদের আগমন ঘটতে পারে। প্রেমের সম্পর্কে নতুন সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে জটিলতার সম্ভাবনা আছে। ব্যবসায়ে নতুন লাভের রাস্তা খুঁজে পাবেন। পরিবারকে নিয়ে ভ্রমণেরযোগ রয়েছে। উপহার লাভ করতে পারেন।

শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
প্রেম নিয়ে নানা রকম সমস্যা আপনাকে সামলাতে হতে পারে। কাজের ক্ষেত্রটি শুভ। যাত্রা যোগে বাধার সম্ভাবনা রয়েছে। নতুন উদ্যোগে সফলতা পাবেন। দাম্পত্য জীবন শুভ। শারীরিক সমস্যারযোগ আছে। ভ্রমণ হবে।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৭

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেম নিয়ে সবার সঙ্গে আলোচনা না করাই শুভ। দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে উন্নতিরযোগ আছে। ব্যবসায়ে রোজগার বাড়বে। পরিবারে বয়স্কদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণেরযোগ বিদ্যমান।
 
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কাজ সঠিকভাবে করতে আপনাকে দ্রুত হাত লাগাতে হবে। প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তি নাক গলাতে পারে। কিন্তু দাম্পত্য জীবন সুখের। ব্যবসায়ে আশানুরূপ ফল পাবেন না। তবে কর্মক্ষেত্র শুভ। পরিবারের সঙ্গে ভ্রমণেরযোগ আছে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
বন্ধুর দ্বারা ক্ষতির মুখে পড়তে পারেন। কথা রাখতে না পারার ফলে আর্থিক ক্ষতি যোগাচ্ছে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ঝগড়া-অশান্তির অশঙ্কা আছে। প্রেমযোগ মিশ্র। ভ্রমণে বাধা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আপনার সফলতার ক্ষেত্রে বাধা হতে পারে আপনার পরিবারের কোনো মানুষ। দাম্পত্য জীবনে অন্যকেই সমস্যা তৈরি করতে পারেন। প্রেমের ক্ষেত্রে সফলতার সম্ভাবনা। শারীরিক দিকে নজর দেওয়া দরকার। আর্থিকযোগ শুভ। ভ্রমণের সুযোগ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
উত্তর–পূর্ব দিক শুভ আপনার জন্য। ভ্রমণের সময়ে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। প্রেমযোগ শুভ। দাম্পত্যে কিছু সমস্যা থাকবে। নতুন মানুষের প্রভাবে প্রভাবিত হতে পারেন। আর আর্থিক ক্ষেত্রে সফলতা আসবে।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।