ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

কর্কটের শুভ সংখ্যা ৭, দাম্পত্য আরও মধুর হবে তুলার

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
কর্কটের শুভ সংখ্যা ৭, দাম্পত্য আরও মধুর হবে তুলার আজ কেমন যাবে

হয়তো নতুন কিছু করার স্বপ্ন দেখছেন। জানতে ও শিখতে খুব আগ্রহী হয়ে উঠবেন। বিশেষ করে নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেন সাফল্যের সঙ্গে।

আজ কেমন যাবে
তারিখ- ০৯/১২/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
হয়তো নতুন কিছু করার স্বপ্ন দেখছেন। জানতে ও শিখতে খুব আগ্রহী হয়ে উঠবেন।

বিশেষ করে নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেন সাফল্যের সঙ্গে। তবে চোখ কান খোলা রেখে চলুন। নিজের লক্ষ্যে স্থির থাকুন। প্রেমের সম্পর্ক উন্নত হবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বিশেষ করে ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য সপ্তাহটি লাভজনক। আর্থিক লাভের যোগ রয়েছে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন। অবিবাহিতরা নতুন প্রেমে জড়াতে পারেন। তবে সাবধান। নিজের লক্ষ্যে স্থির থাকুন। নতুন সম্পর্কে জড়ানোর আগে ভালোমন্দ বিচার করুন। কোনটা ভালো কোনটা নয়, তা নিজেকেই খুঁটিয়ে দেখতে হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : গেরুয়া, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)
একটা ভুল জীবনকে সমস্যায় জড়িয়ে দিতে পারে। তাই ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা করে প্রেমের সিদ্ধান্ত নিন। শরীর সম্পূর্ণ সুস্থ নাও থাকতে পারে। বিশেষ করে বয়স্কদের শারীরিক সুস্থতার ওপর নজর দেওয়া জরুরি। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পারিবারিক কারণে অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা রয়েছে। আয়ের তুলনায় খরচ বাড়তে পারে। আর্থিক বিষয়গুলোতে নজর দেওয়া প্রয়োজন। শারীরিক সুস্থতা বজায় নাও থাকতে পারে। প্রেম নিয়ে পরিবারে আলোচনা হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
প্রেম এবং দাম্পত্য বিষয়ে সামান্য কিছু সমস্যা ভোগাবে। শারীরিক অসুস্থতার কারণে দৈনন্দিন জীবনের কাজকর্ম সময়ের মধ্যে শেষ করা কঠিন হবে। নিজের কর্মদক্ষতা এবং কর্মপ্রচেষ্টায় অখুশির কারণেই সম্ভবত মানসিকভাবে অস্থির বোধ করবেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আর্থিক লাভের যোগ বর্তমান। কর্মসূত্রে ভ্রমণের যোগ রয়েছে, যেখান থেকে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে সহজেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কাজের চাপে ব্যস্ত থাকবেন। প্রেমের বিষয়ে আরও বেশি যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
একসঙ্গে সময় কাটান, তাতে প্রেম এবং দাম্পত্য সম্পর্ক আরও মধুর হবে। আর্থিক বিষয়গুলোতেও যত্নশীল হওয়া প্রয়োজন। প্রিয়জনদের সঙ্গে বাগবিতণ্ডা এড়িয়ে চলুন। শরীরের যত্ন নিন। যাত্রা যোগ শুভ।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাড়িতেই অনেক বেশি সময় কাটাবেন। গ্রহ-নক্ষত্র আপনার অনুকূলে থাকবে। লেখালেখি করতে পারেন। আর্থিক লাভের যোগ বর্তমান। সপ্তাহের শেষে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পছন্দের জীবনসঙ্গীর খোঁজ পাবেন, তবে যথেষ্ট সচেতন হবার দরকার। তবে সামান্য কিছু শারীরিক সমস্যা ভোগাতে পারে। শরীরকে অবহেলা করবেন না। সময়ে খাওয়া-দাওয়া করুন এবং প্রয়োজনে চিকিৎসা করান। আর্থিক যোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমিক-প্রেমিকারা রোমাঞ্চকর সময় কাটাবেন। মানসিক সুখ ও শান্তি কাজকর্মে উদ্দীপনা জোগাবে। সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কর্মক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়ার আশা করতে পারেন। ব্যবসায়ী ও পেশাজীবীরা লাভজনক প্রকল্প হাতে পাওয়ার আশা রাখতে পারেন। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সহজেই নিজের লক্ষ্যে জয় হাসিল করতে পারবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। আর্থিক বিষয়গুলো অনুকূলে থাকবে।   তবে প্রেমের বিষয়ে অনুকূলে নাও থাকতে পারে। শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা ও সময়ে খাওয়া-দাওয়া করুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কোনো বিষয় নিয়ে বাগবিতণ্ডা দেখা দিতে পারে। প্রেমের বিষয়ে তাড়াহুড়ো করতে যাবেন না। কাজে মানসিক অস্থিরতা ব্যাঘাত ঘটাতে পারে। এমনকি তা কর্মক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। শুভ দিক দক্ষিণ-পশ্চিম।

শুভ রং : গোলাপী, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।