ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

জ্যোতিষী রুবাইর গণনায় কেমন যাবে ১৪২৫ সাল

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
জ্যোতিষী রুবাইর গণনায় কেমন যাবে ১৪২৫ সাল রাশিফল

পহেলা বৈশাখ। আবহমান কাল ধরে বাঙালির জীবনে নতুন সম্ভাবনা উন্মোচিত হওয়ার দিন। সে দিক থেকে ১৪২৫ সালটিও ব্যতিক্রম নয়। বিগত বছরের গ্লানি, অবসাদ, মলিনতা, মুছে নতুনভাবে জীবন শুরু করার নাম বৈশাখ। একদিকে আমের মুকুলের আহবান, অন্যদিকে কালবৈশাখীর কালো মেঘবরণ এলোকেশী চুলে শোভা পায় থোকা থোকা সাদা দোলনচাঁপা আর লাল শিমুল। 

নিজের অজান্তেই হৃদয় গুনগুন করে গেয়ে ওঠে- এসো হে বৈশাখ। এর মধ্যদিয়েই প্রত্যেক বাঙালির জীবনে পথচলা শুরু হয়।

তাই বছরের শুরুতেই নিজের ভাগ্যে সম্ভাব্য কি ঘটতে চলেছে তা রাশির মধ্যদিয়ে জানা বাঙালির বহু পুরনো ঐতিহ্য। আর সেই ঐতিহ্যের কথা মথায় রেখেই আগামী বছরের দিনগুলিতে জাতক-জাতিকারা কীভাবে পথ চলবে তা জানান দিচ্ছে জ্যোতিষী রুবাই। সবার মঙ্গল হোক। শুভ নববর্ষ।

..মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  

স্বাস্থ্য ও শিক্ষা

বছরে শারীরিক অবস্থা থাকবে ভালো-মন্দে মেশানো। তবে কিডনি বা মূত্ররোগে কষ্ট পেতে পারেন। শ্রাবণ-ভাদ্র মাসে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষায় সফলতা আসবে।

কর্মযোগ 

অদম্য উৎসাহ ও একাগ্রতার ফলে কর্মে উন্নতি ঘটবে। তবে ধৈর্য হারিয়ে ফেলা আপনার বড় দুর্বলতা।  

 

অর্থ যোগ

আয়ের যোগ থাকলেও সঞ্চয় খুব একটা হবে না। আপনার রাশিতে ব্যয় প্রাধান্য পাবে।  

দাম্পত্য ও প্রেমযোগ মধ্যম। তবে উভয়ের স্বার্থত্যাগের দ্বারা জীবনে শান্তি আনতে পারবেন।

প্রতিকারের জন্য রত্ন: গোমেদ, রক্তমুখী পলা। ধারণীয় মূল: অনন্তমূল।

..বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 

স্বাস্থ্য ও শিক্ষা

শরীর নিয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো থাকলেও শ্লেষ্মাজনিত রোগে কষ্ট পেতে পারেন। কিডনিজাতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষায় শুভযোগ বর্তমান। তবে বছরের মাঝে অমনোযোগী হওয়ার সম্ভাবনা।

কর্মযোগ

আপনি পরিশ্রম দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা আপনার কর্মজীবনে পাবেন।

 

অর্থযোগ

এ বছর আপনার আয় বাড়বে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পদোন্নতির সুযোগ আসবে। ব্যবসায় উন্নতি ঘটবে।

 

দাম্পত্য ও প্রেমযোগ

দাম্পত্য জীবন মধুর। প্রেম নিয়ে চিন্তার কিছু নেই। নতুন প্রেম জীবনে আসতে পারে।  

প্রতিকারের জন্য রত্ন: হীরা। ধারণীয় মূল: রামবাসক।

...মিথুন: (২২মে – ২১ জুন) 

স্বাস্থ্য ও শিক্ষা

স্বাস্থ্যের প্রতি অবহেলার ফলে হৃদরোগ, পেটের সমস্যা, রক্তচাপ বৃদ্ধি, ডায়াবেটিসের মতো রোগে কষ্ট পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে নিজের যোগ্যতা প্রকাশ করে প্রতিষ্ঠালাভে সামর্থ্য হবেন।

কর্মযোগ

চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা। ব্যবসা শুভ। তবে ব্যয়বাহুল্য না কমালে ভবিষ্যতে সমস্যা আসবে।  

 

অর্থযোগ

অর্থ নিয়ে সে রকম ভাবনা নেই, মোটামুটি শুভ।

 

দাম্পত্য ও প্রেম যোগ

দাম্পত্য জীবনে সুখ আনতে উভয়ের জেদ এবং স্বার্থত্যাগের দরকার। প্রেমযোগ আছে। তবে তা সিদ্ধান্তহীনতায় সমস্যাসঙ্কুল হয়ে উঠতে পারে।  

 

প্রতিকারের জন্য রত্ন: পান্না। ধারণীয় মূল: বৃদ্ধদারক।

..কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 

স্বাস্থ্য ও শিক্ষা

শ্লেষ্মাজনিত রোগে কষ্ট পেতে পারেন। পেটের সমস্যা থাকবে। শরীর নিয়ে আপনার আরও একটু সচেতন হওয়া দরকার। শিক্ষায় অগ্রগতি বজায় থাকবে।

 

কর্মযোগ

চাকরি বা ব্যবসা উভয়ই আপনার জন্য শুভ। কর্মজীবনে বিশিষ্ট ব্যক্তির সহায়তা লাভের ফলে উন্নতি করবেন। অংশীদারি ব্যবসায় সহযোগিতা কম পাবেন।

 

অর্থযোগ

আয়-ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে না। এ বিষয়ে সতর্ক থাকা একান্ত দরকার।  

দাম্পত্য ও প্রেমযোগ

পরস্পরের প্রতি আন্তরিকতা এবং শ্রদ্ধা বজায় থাকলে দাম্পত্য জীবন আনন্দময় হবে। প্রেমযোগ আছে।  

প্রতিকারের জন্য রত্ন: মুক্তো, মুনস্টোন। ধারণীয় মূল: ক্ষীরিকা মূল।

..সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  

স্বাস্থ্য ও শিক্ষা

নিয়মানুবর্তিতা থাকলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। নিয়মের অভাব হলেই শরীর নিয়ে সমস্যায় পড়বেন। উচ্চশিক্ষার যোগ আছে।  

 

কর্মযোগ

শুভফলের জন্য আরও পরিশ্রমী হতে হবে। অহেতুক সন্দেহ আপনার দিক বিভ্রান্ত করবে।

 

অর্থযোগ

আপনার সুনামই অর্থলাভের মূল হাতিয়ার। তবে আগামী দিনগুলিতে আয়ের তুলনায় ব্যয়যোগ বেশি।

 

দাম্পত্য ও প্রেম যোগ

দাম্পত্য জীবন সুখকর এবং প্রেমে বজায় থাকবে। প্রেমে অম্লমধুর সম্পর্ক।  

প্রতিকারের জন্য রত্ন: রুবী বা ফিরোজা। ধারণীয় মূল: বিল্বমূল।

...কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

স্বাস্থ্য ও শিক্ষা

শরীর নিয়ে হেতুহীন চিন্তা করবেন না। অহেতুক চিন্তা অনেক রোগের সৃষ্টি করবে। আগামী দিনে শরীর ভালো থাকবে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রারও সুযোগ আসতে পারে। মোটের উপর শিক্ষা শুভ থাকবে।  

 

কর্মযোগ

চাকরি অপেক্ষা স্বাধীন ব্যবসাতেই বিশেষ প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা বেশি। কর্মযোগ শুভ।

 

অর্থযোগ

ব্যবসায় অর্থলাভ ঘটবে। কর্মক্ষেত্রেও প্রতিষ্ঠা ও সুনাম পাবেন। আপনার মধ্যে সঞ্চয়ের প্রবণতা আছে। তবে বাধার মধ্য দিয়ে এগোতে হবে।

 

দাম্পত্য ও প্রেমযোগ

ছোটখাটো অশান্তি ছাড়া দাম্পত্য জীবন সুখের। প্রেমযোগ কিঞ্চিৎ বাধা যুক্ত।

 

প্রতিকারের জন্য রত্ন: পান্না। ধারণীয় মূল: অনন্তমূল ও ক্ষীরিকা মূল।

...তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 

স্বাস্থ্য ও শিক্ষা

শরীরস্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তবে ডায়াবেটিস, হজমের গণ্ডগোলে ভুগতে পারেন। শিক্ষাযোগ মোটের উপর শুভ।

 

কর্মযোগ

উপযুক্ত ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পেয়ে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। চাকরিক্ষেত্রেও শুভফল প্রাপ্তি ঘটবে।  

 

অর্থযোগ

মিতব্যয়ী না হলে আর্থিক কষ্ট আপনাকে গ্রাস করতে পারে। চিকিৎসায় অর্থব্যয়। অর্থযোগ মিশ্র।

 

দাম্পত্য ও প্রেমযোগ:

দাম্পত্য জীবনে সুখ-শান্তি বিরাজ করবে। অযথা সন্দেহ প্রেমে বিঘ্ন ঘটাতে পারে।

প্রতিকারের জন্য রত্ন: হীরা। ধারণীয় মূল: রামবাসক।

...বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 

স্বাস্থ্য ও শিক্ষা:

পেটের সমস্যা, ঠাণ্ডাজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন। বাকি সময় সময় শরীর নীরোগ থাকবে। শিক্ষাযোগে মধ্যম ফলাফল দেখা যাচ্ছে।  

 

কর্মযোগ:

কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও মোটের উপর শুভ। ব্যবসায় মধ্যম মান বজায় থাকবে।  

 

অর্থযোগ

অর্থোপার্জন ভালো হলেও বিভিন্ন কারণে অর্থব্যয় বেশি হবে। আর্থিক ভারসাম্য বজায় থাকবে না।  

 

দাম্পত্য ও প্রেম যোগ:

দাম্পত্য জীবনে ক্রোধকে বর্জন করতে পারলে দাম্পত্য জীবন খুবই সুখের হবে। প্রেমযোগ ক্ষীণ।

প্রতিকারের জন্য রত্ন: রক্ত মুখি প্রবাল। ধারণীয় মূল: অনন্তমূল।

..ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 

স্বাস্থ্য ও শিক্ষা:

অতিরিক্ত দুশ্চিন্তা আপনার শরীরে রোগ সৃষ্টি করতে পারে। লিভার সংক্রান্ত রোগ, কোষ্ঠকাঠিন্য, হজমের গোলমাল, রক্তচাপ বা মধুমেহ রোগে কষ্ট পেতে পারেন। শিক্ষাযোগ শুভ। উচ্চশিক্ষায় সুযোগ আসবে।

 

কর্মযোগ: 

কর্মজীবন মধ্যম। বছরটা ব্যবসায় শুভ ফললাভের যোগ।

 

অর্থযোগ

আর্থিক ভারসাম্য নষ্টের সম্ভাবনা আছে।  

দাম্পত্য ও প্রেমযোগ: মধ্যে মধ্যে বিঘ্ন ঘটলেও দাম্পত্য এবং প্রেম শুভ ফল দেবে।  

প্রতিকারের জন্য রত্ন: পীত পোখরাজ। ধারণীয় মূল: অনন্তমূল ও ব্রহ্মষষ্ঠীমূল।

...মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  

স্বাস্থ্য ও শিক্ষা:

 

শরীর নিয়ে কিছুটা চিন্তা থাকবে। তবে নিয়ম মেনে চললে সমস্যা এড়ানো সম্ভব। শিক্ষাক্ষেত্রে শুভ ফলের যোগ দেখা যাচ্ছে।  

 

কর্মযোগ

কার্যকরী যোগাযোগের ফলে ব্যবসায় উন্নতি হবে। চাকরিতে প্রতিষ্ঠা লাভ।

 

অর্থযোগ:

বছরের শেষে হঠাৎ প্রাপ্তি। মোটের উপর অর্থযোগ শুভ।

দাম্পত্য ও প্রেম যোগ: দাম্পত্য জীবনে মনের ভাব লুকিয়ে রাখলেই সমস্যা বাড়বে। প্রেমযোগ ক্ষীণ।  

প্রতিকারের জন্য রত্ন: নীলা। ধারণীয় মূল: শ্বেতবেড়লা মূল ও রামবাসক মূল।

..কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  

স্বাস্থ্য ও শিক্ষা

শরীর মোটামুটি ভালো থাকলেও গ্যাস, অম্বল বা হজমের গণ্ডগোল, শ্লেষ্মাজনিত পীড়ায় কষ্ট পেতে পারেন।

আপনার উচ্চশিক্ষার সুযোগ আসবে। শিক্ষার জন্য বিদেশের সুযোগ আসতে পারে।

 

কর্মযোগ

চাকরিতে বিশেষ উন্নতি হলেও ব্যবসায় কিছু সমস্যা বজায় থাকবে। বিশেষ করে অংশীদারি ব্যবসায়।  

 

অর্থযোগ

মধ্যম থেকে শুভ অর্থযোগ পরিলক্ষিত হচ্ছে।

দাম্পত্য ও প্রেমযোগ- দাম্পত্যে শুভযোগ বর্তমান থাকবে। তবে আত্মীয়-স্বজনকে নিয়ে দাম্পত্যে অশান্তি থাকবে। প্রেমের আকাশে থাকবে রামধনুর রং।  

প্রতিকারের জন্য রত্ন: নীলা , গোমেদ। ধারণীয় মূল: শ্বেতবেড়ালা মূল, ক্ষীরিকা মূল।  

...মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 

স্বাস্থ্য ও শিক্ষা

কোষ্ঠকাঠিন্য, হজমের গোলমাল, মধুমেহ বা উচ্চরক্ত চাপ রোগে কষ্ট পেতে পারেন। আপনার জ্ঞানভাণ্ডার পরিপূর্ণ। উচ্চশিক্ষার যোগ আছে।  

 

কর্মযোগ

কর্ম এবং ব্যবসা শুভ। নতুন সুযোগ নতুন যোগাযোগ বজায় থাকবে।  

অর্থযোগ- আপনার কৌশলী জীবন যাপন অর্থযোগকে আরও দৃঢ় করবে।  

দাম্পত্য ও প্রেম যোগ- দাম্পত্য এবং প্রেম চড়াই উৎরাই দিয়ে চললেও কোনো বড় বাধা নেই।

প্রতিকারের জন্য রত্ন: পীত পোখরাজ। ধারণীয় মূল: অনন্তমূল, ক্ষীরিকা মূল, ব্রহ্মষষ্ঠীমূল।

 

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮

এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।