আগরতলা (ত্রিপুরা): নারী নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।
বাম সংগঠনটির রাজ্য কমিটির উদ্যোগে বুধবার (৩০ নভেম্বর) আগরতলায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
আগরতলা মেলার মাঠ এলাকা শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় সমিতির নেতাকর্মীদের হাতে ও গলায় নারী নির্যাতনের বিরোধিতা করে লেখা বিভিন্ন পোস্টার দেখা যায়।
মিছিলের নেতৃত্ব দেন সাবেক সাংসদ সদস্য ও নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য। তিনি অভিযোগ করে বলেন, জোট সরকার ক্ষমতায় আসার পর নারী নির্যাতনের ঘটনার দিন দিন বেড়েছে।
তিনি বলেন, রাজ্য সরকার সুশাসনের কথা বললেও শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত কেউ-ই সুরক্ষিত নন। এসব ঘটনার সঙ্গে ক্ষমতাসীন বিজেপির আশ্রিত দুষ্কৃতি চক্র জড়িত।
এসময় নারী নির্যাতনের তীব্র নিন্দা জানান অন্যান্য নেতারা। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসঙ্গে দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন ডাক দেওয়ার হুশিয়ারিও দেন।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা নভেম্বর ৩০, ২০২২
এসসিএন/এমএইচএস