কলকাতা: পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। শুধু তাই নয়, তাদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এই নিয়ে সব মিলিয়ে ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করলেন কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত শুনানি হয়। শিক্ষকদের নথিপত্র খতিয়ে দেখার পর ৫৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এর আগে বুধবার ১৪৬ জন প্রাথমিক শিক্ষকের আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতির নির্দেশে ১৪৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়। তাদেরও বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বৃহস্পতিবার আরও ৫৯ জনের চাকরি বাতিল করলেন তিনি। এর আগে ডিসেম্বর মাসে ৫৩ জনের চাকরি বাতিল করেন এই বিচারপতি। সব মিলিয়ে এখন ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করলেন কলকাতা হাইকোর্ট।
বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে গত বছর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। পরে সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিমকোর্টে যান অভিযুক্ত শিক্ষকেরা। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেন, তাদের আবেদন একমাত্র হাইকোর্টেই শোনা হবে। একইসঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ ছিল, অভিযুক্তরা যে ভুয়া নয়, সেই বৈধতার প্রমাণ কলকাতা হাইকোর্টকেই দিতে হবে তাদের। সেসব খতিয়ে দেখে হাইকোর্ট যা সিদ্ধান্ত নেবেন, তাই মানতে হবে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
ভিএস/এমজেএফ