ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ভারত

অবৈধ অনুপ্রবেশ, ত্রিপুরায় তরুণীসহ ৪ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
অবৈধ অনুপ্রবেশ, ত্রিপুরায় তরুণীসহ ৪ বাংলাদেশি আটক

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক তরুণীসহ চার বাংলাদেশিকে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) উত্তর জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আসার আহমেদ (২৯), সুহাগ খান (৩৩), রুমন হালদার (২০) ও সাবিনা আহমেদ (১৯)।  

ধর্মনগর রেল স্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) উত্তম কলই সংবাদ মাধ্যমকে জানান, এই চার জনকে স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখে জিআরপি জওয়ানদের সন্দেহ হয়। তখন তারা তাদের সঙ্গে কথা বলে এবং চারজন স্বীকার করে নেয় যে, রাতের আঁধারে তারা বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে প্রবেশ করেছে।  

পরবর্তীতে তারা বাসযোগে ধর্মনগরে আসেন। উদ্দেশ্য ছিল ট্রেনে করে বেঙ্গালুরুতে যাওয়া। সেখানে কাজে যোগ দেওয়ার কথা ছিল তাদের।  

আটক এক যুবকের বরাত দিয়ে পরিদর্শক উত্তম কলই আরও জানান, দালালের হাত ধরে ৬ হাজার রুপির বিনিময়ে তারা সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। কিন্তু ত্রিপুরা রাজ্যের কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে, সেই বিষয়ে তারা কিছুই বলতে পারেনি।

আটকদের কাছে ভারতের ভূখণ্ডে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি উল্লেখ করে জিআরপি থানার ওসি বলেন, তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এসসিএন/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।