ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতে সংগীত দল বহনকারী বাস গিরিখাতে, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
ভারতে সংগীত দল বহনকারী বাস গিরিখাতে, নিহত ১২ ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার পুরোনো মুম্বাই-পুনে মহাসড়কে সংগীত দলের সদস্যদের বহনকারী একটি বাস গিরিখাতে পড়ে কমপক্ষে ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছে মহারাষ্ট্রের পুলিশ।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, সংগীত দলের সদস্যদের বহনকারী প্রাইভেট বাসটি পুনে থেকে মুম্বাই যাচ্ছিল। শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে হাইওয়েতে শিংরোবা মন্দিরের কাছে বাসটি গিরিখাতে পড়ে যায়। খোপোলি থানার সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বাসটি মুম্বাইয়ের গোরেগাঁও থেকে ‘বাজি প্রভু বাদক গ্রুপ’র সদস্যদের নিয়ে যাচ্ছিল। তারা পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গোরেগাঁও ফিরছিল। শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ছেড়ে আসা বাসটি দুর্ঘটনার শিকার হলে কমপক্ষে ১২ জন নিহত ও ২৭ জন আহত হন।

রায়গড়ের পুলিশ সুপার (এসপি) সোমনাথ ঘার্জে জানান, হতাহতরা মুম্বাইয়ের সাইন, গোরেগাঁও ও পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা।

আহতদের খোপোলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার অতুল জেন্দে জানান, হতাহতদের বয়স ১৮ থেকে ২৫ বছর।

স্থানীয় পুলিশের একটি দল এবং একটি ট্রেকার গ্রুপ বর্তমানে উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খোপোলি শহর মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।