আগরতলা (ত্রিপুরা): আসাম হয়ে ত্রিপুরায় পাচারকালে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেচ জব্দ করেছে ত্রিপুরা পুলিশ। যার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় ৬ রোটি রুপি।
শনিবার(৬ মে) ভোর রাতে আসাম ত্রিপুরা সীমান্তের চোরাইবাড়ি এলাকায় জাতীয় সড়কে ইয়াবার এ চালান জব্দ করা হয়।
আটকরা হলেন - সুকান্ত দেবনাথ, ইদ্রিস মিয়া এবং রজত পাল। তাদের বাড়ি ত্রিপুরা সিপাহীজেলা জেলার ধনপুর এলাকায়।
বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আসাম থেকে ত্রিপুরায় নিয়ে আসছিলেন মাদক কারবারিরা ধারণা পুলিশের।
উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সূত্রে তার কাছে আগাম খবর আসে যে, ত্রিপুরার একটি ছোট গাড়ি রাতের বেলা আসাম গিয়েছে এবং এটি ফেরার পথে মাদক নিয়ে আসবে। এই খবরের ভিত্তিতে জেলা পুলিশ সুপার নিজে পুলিশ সদস্যদের নিয়ে চুড়াইবাড়ি এলাকায় অবস্থান করতে থাকেন। গাড়িটি চোরাইবাড়িতে আসে সঙ্গে সঙ্গে এটি থামিয়ে তল্লাশি শুরু করেন। তখন গাড়ি থেকে ৬০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ওই গাড়ি থেকে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। জব্দ হওয়া ইয়াবা চোরা বাজারে মূল্য ৬ কোটি রুপি।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০৬, ২০২৩।
এসসিএন/এসএএইচ