ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ভারত

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি আশীষ কুমার সাহা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:১০ পিএম, জুন ১৮, ২০২৩
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন সাবেক বিধায়ক আশীষ কুমার সাহা। নিখিল ভারত কংগ্রেস কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

 

আশীষ কুমার সাহা রোববার (১৮ জুন) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানান, দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন।

তিনি বীরজিৎ সিনহার স্থলাভিষিক্ত হয়েছেন। বীরজিৎ সিনহাকে সর্বভারতীয় পদ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ নিয়ে রদ বদলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এখন দেখার বিষয় আশীষ কুমার সাহা দলকে শক্তিশালী করতে কতটুকু সক্ষম হন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসসিএন/আরবি

বাংলাদেশ সময়: ৪:১০ পিএম, জুন ১৮, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।