কলকাতা: কয়েকদিন আগেই রাহুল গান্ধীকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন লালুপ্রসাদ যাদব। এবার তিনি খোঁচা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
বৃহস্পতিবার (৬ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মোদিকে এভাবেই খোঁচা দিলেন বিহারের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) দলের প্রধান।
মেডিকেল চেকআপের জন্য বৃহস্পতিবার (৬ জুলাই) দিল্লি গিয়েছিলেন লালু।
সেখানেই সংবাদ সংস্থা এএনআই -এর এক প্রশ্নের জবাবে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, যিনিই ভারতের প্রধানমন্ত্রী হোন না কেন, তার যেন স্ত্রী অবশ্যই থাকে। অর্ধাঙ্গিনী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা উচিত নয়।
গত ২৭ জুন ভারতের আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের রণকৌশল ঠিক করতে বিহারের পাটনা জেলায় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মোদিবিরোধী ১৭টি রাজনৈতিক দলের প্রধানরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাটনায় এই বৈঠকের আয়োজন করেছিলেন।
সেখানে বহুদিন পরে জাতীয় রাজনীতির পরিসরে প্রকাশ্যে দেখা যায় লালুপ্রসাদ যাদবকে। সেখানেই লালুপ্রসাদ কংগ্রেসনেতা রাহুল গান্ধীকে পিতৃসুলভ পরামর্শ দেন। আর সেই পরামর্শ ছিল, ‘এবার বিয়েটা সেরে ফেলুন। ’
আগামী ২০ জুলাই থেকে ভারতে শুরু হচ্ছে সংসদ ভবনে বাদল অধিবেশন। শেষ হবে ১১ আগস্ট। সংসদের অধিবেশনে আমলাদের নিয়োগ ও বদলি নিয়ে দিল্লি সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া সংক্রান্ত কেন্দ্রের অর্ডিন্যান্স পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাতে আম আদমি পার্টি (আপ) এর নেতৃত্ব অর্থাৎ কেজরিওয়ালের পাশে কোনো কোনো বিরোধী দল দাঁড়ায়, তা দেখে বিরোধী ঐক্যের একটা প্রাথমিক পরীক্ষা হয়ে যাবে।
২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে হাত মিলিয়েছে কংগ্রেস, আপ, তৃণমূল, শিবসেনাসহ ১৭টি রাজনৈতিক দল। আগামী ১৭ জুলাই বেঙ্গালুরুতে মহাজোটের দ্বিতীয় বৈঠকের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শারদ পাওয়ার। যা ১২ জুলাই সিমলা হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
ভিএস/এসএএইচ