ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ভারত

আগরতলার গণঅবস্থান থেকে মণিপুরে শান্তির আহ্বান  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
আগরতলার গণঅবস্থান থেকে মণিপুরে শান্তির আহ্বান  

আগরতলা(ত্রিপুরা): দীর্ঘ প্রায় ৩মাস হয়ে গেলেও উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে জাতিগত দাঙ্গা কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন সে রাজ্যসহ গোটা  ভারত।

মণিপুরে জাতিগত সংঘর্ষ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার দাবিতে মঙ্গলবার(৮ আগস্ট) আগরতলায় চার ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।

ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মণিপুরী সংস্থার পক্ষ থেকে যৌথ ভাবে ত্রিপুরা মণিপুরী কো-অর্ডিনেশন কমিটি ফর পিস ইন মণিপুর নামক কমিটি গঠন করে এদিনের এই কর্মসূচির আয়োজন করে। এতে অন্যান্য অংশের মানুষও সামিল হয়েছিলেন।   আয়োজনে সকলের একটাই আবেদন ছিল, যেন মণিপুরে শান্তি ফিরে আসে। গণঅবস্থান কর্মসূচিতে সামিল সকলের হাতে ছিল শান্তির আহ্বানে লেখা প্ল্যা-কার্ড।

বাংলাদেশ সময় : ১৭৫০ ঘণ্টা, আগস্ট ০৮,২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।