ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ভারত

আগরতলায় ‘টাইগার থ্রি’ ঘিরে সালমান ভক্তদের উন্মাদনা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, নভেম্বর ১২, ২০২৩
আগরতলায় ‘টাইগার থ্রি’ ঘিরে সালমান ভক্তদের উন্মাদনা 

আগরতলা (ত্রিপুরা): সারা ভারত ও বিদেশের সঙ্গে রোববার (১২ নভেম্বর) ত্রিপুরাতেও মুক্তি পেয়েছে বলিউডের সুপারস্টার সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমা।  

মুক্তির প্রথম দিন শো দেখার জন্য আগরতলার সালমান খান ফ্যান ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে।

এদিন তারা আগরতলার সিটি সেন্টারের সামনে থেকে র‍্যালি বের করে পোস্ট অফিস চৌমুনীর রূপসী সিনেমা হলে আসেন। তাদের সঙ্গে র‍্যালিতে ব্যান্ড পার্টি ছিল। এসময় বাজনার তালে তালে নাচতে থাকেন ক্লাবের নারী ও পুরুষ সদস্যরা।  

সাগর হোসেন নামে ক্লাবের এক সদস্য বলেন, ত্রিপুরা সালমান খান ফ্যান ক্লাবের সদস্যরা সারা রাজ্য থেকে এখানে এসে মিলিত হয়েছেন শো দেখার জন্য। সালমান খানের ফ্যান যারা এখনও তাদের সঙ্গে যুক্ত হতে পারেননি তাদের যুক্ত হওয়ার আমন্ত্রণ জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।