আগরতলা (ত্রিপুরা): প্রতি বছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদার সঙ্গে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে উদযাপন করা হয়েছে বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস।
এদিন প্রথমে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।
মুক্তিযুদ্ধের সব আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথিরা।
দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রাপ্ত আওয়াল মিঞা, শাহাজান ভুইয়া, হিমায়েত উদ্দীন কালাম, ত্রিপুরা বিধানসভার সাবেক স্পিকার রেবতী মোহন দাস, ত্রিপুরা রাজ্য থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত অধ্যাপক নিহিত দেব, মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমুখ।
শেষে স্থানীয় শিল্পীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পীরা গান, নাচ ও আবৃত্তি প্রতিবেশন করেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এসসিএন/আরআইএস