ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

রেলসেতুতে ভিডিও, প্রাণ গেল ৩ কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
রেলসেতুতে ভিডিও,  প্রাণ গেল ৩ কিশোরের

ভারতের মুর্শিদাবাদে রেলসেতুর ওপর দাঁড়িয়ে ভিডিও করার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় ৩ কিশোর নিহত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মুর্শিদাবাদের আহিরণের ভাগীরথি হরিদাসী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

এ  সময় আহত হয়েছেন আরও ২ জন।

৩ কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।


জানা গেছে, স্কুল ছুটি থাকায় বুধবার সুতির সাহাপাড়া এলাকা থেকে আহিরণের ভাগীরথি হরিদাসী সেতুতে বেড়াতে আসে নবম শ্রেণির ৫ ছাত্র। তারা ফরাক্কা ফিডার ক্যানালের ওপর ওই সেতু দিয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ। কিছুক্ষণ ঘোরাঘুরির পর রাস্তা থেকে রেলসেতুতে উঠে ৫ কিশোর। তারপর সেখানে তারা ভিডিও ধারণে মেতে উঠে। তখন ফরাক্কার দিক থেকে একটি মালবাহী ট্রেন এসে দ্রুতগতিতে ধাক্কা মারে তাদের। ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে তারা। তাদের মধ্যে আমাউল শেখ, সামিউল শেখ ও রিয়াজ শেখ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ফরাক্কা জিআরপি পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায়  শোকের ছায়া নেমেছে সুতির সাহাপাড়ায়।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, জাতীয় সড়ক সাবধানে পার হতে ও রেলসেতুতে না উঠতে তাদের নিষেধ করেছিলেন। কিন্তু ভিডিও করার নেশাই কেড়ে নিল তিনটি তাজা প্রাণ।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।