ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ভোটের আগে জ্বর-কাশি নিয়েই সভায় ব্যস্ত মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
ভোটের আগে জ্বর-কাশি নিয়েই সভায় ব্যস্ত মমতা

কলকাতা: ১০১ ডিগ্রি জ্বর ও সঙ্গে কাশি নিয়েই প্রশাসনিক সভা যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

শহরে শীত নেই বললেই চলে।

তাও এদিন মুখ্যমন্ত্রীর গায়ে জড়ানো ছিল সাদা চাঁদর। চোখ, মুখও ছিল ফোলা।

বুধবার(৭ ফেব্রুয়ারি) হাওড়ার প্রশাসনিক সভায় গিয়ে এমন শারীরিক পরিস্থিতি নিয়েই যান তিনি।

নিজের শারীরিক অবস্থার কথা নিজেই জানান মুখ্যমন্ত্রী।  

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই যে এখন আপনাদের সামনে কথা বলছি, গায়ে আমার ১০১ জ্বর। ধরনা দেওয়ার পর থেকে কাশিটাও বেড়েছে।

কলকাতার রেডরোডে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে ৪৮ ঘণ্টা ধরনা মঞ্চে ছিলেন মমতা। রাতেও সেখানে ছিলেন। এমনিতে রাতের কলকাতায় গঙ্গা পাড়ে রেড রোডের ঠান্ডাটা অন্যপ্রান্তের তুলনায় বেশি। তা থেকে ঠান্ডা লেগেছে বলে জানান মুখ্যমন্ত্রী।  

এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার সব থেকে ফিট বেশি বলেন তার সতীর্থরা। তার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে হিমশিম খান তরুণ মন্ত্রীরাও।  

মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো মিছিল বা কোথাও হাঁটার ব্যাপার থাকলে দেখা যায়, মন্ত্রীরা স্পোর্টস- সু পরে আসেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এখনও সাবলীল সেই নীল সাদা স্যান্ডেলে।

গত প্রায় ৬ মাস ধরে নানা রকম সমস্যায় ভুগেছেন মুখ্যমন্ত্রী। গত পঞ্চায়েত ভোটের সময়ে উত্তরবঙ্গ সফরে আবহাওয়া খারাপ থাকার কারণে দুর্ঘটনায় পরে তার হেলিকপ্টার।
লাফিয়ে নামতে গিয়ে কোমরে ও হাঁটুতে চোট পান তিনি। পরে হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়।  
সম্প্রতি আবার বর্ধমানে প্রশাসনিক সভা করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।  
এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা আবেগপ্রবণ হয়ে বলেছেন, আমার জন্ম হয়েছে রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে, হয়ত মারাও যাব এভাবেই।

এদিন হাওড়া সাঁতরাগাছি বাস টার্মিনাসের অনুষ্ঠান মঞ্চে হাওড়া জেলাসহ বিভিন্ন দপ্তরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকে  শিলান্যাসের পাশাপাশি, পরিবহন দপ্তরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
ভিএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।