ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

লোকসভার দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
লোকসভার দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচারণা

আগরতলা (ত্রিপুরা): ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরায়ও লোকসভার প্রথম ধাপের ভোট শেষ হয়েছে।  

আগামী ২৬ এপ্রিল ত্রিপুরায় দ্বিতীয় ও শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে।

প্রথম দফার ভোট শেষ হতেই এখন দ্বিতীয় দফার ভোটের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা।  

শনিবার (২০ এপ্রিল) উভয় দলের নেতারা একাধিক সভা করেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা প্রথম সভা করেন ঊনকোটি জেলার করমছড়া এলাকায়। এর পরের সভা করেন কৈলাসহরে। সভাগুলোতে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করছেন। তাই বিজেপিকে মানুষ বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। তাই রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত।  

পাশাপাশি এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী ও সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ইন্ডিয়া জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে উত্তর জেলার ধর্মনগরে সভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।