ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

রিমালে বিপর্যস্ত কলকাতা, লাইনে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মে ২৭, ২০২৪
রিমালে বিপর্যস্ত কলকাতা, লাইনে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ

কলকাতা: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলার বুকেই রোববার রাতে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়।

আইলা কিংবা আম্ফানের মতো অত তীব্র

না হলেও শক্তির প্রভাবে খুব একটা পিছিয়ে নেই রিমাল।  

এর জেরে সারা রাত ধরে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে চলে প্রবল ঝড়বৃষ্টি। রাত থেকেই জেলায় জেলায় দুর্ভোগের ছবি সামনে আসতে থাকে।  

সোমবার (২৭ মে) কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ঘূর্ণিঝড়ের শেষ অংশ কলকাতার ওপর দিয়ে সল্টলেক, নিউটন হয়ে বাংলাদেশে প্রবেশ করে পার্বত্য অঞ্চলে গিয়ে দুর্বল হবে। এর প্রভাব চলবে স্থানীয় সময় দুপুর দুটো পর্যন্ত। যার জেরে কলকাতার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, বৃষ্টি চলবে বিকেল অবধি।

তবে রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার একাংশ। নানা জায়গায় ছিঁড়েছে বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটি উপড়েও বিপর্যয় বিভিন্ন জায়গায়।  

কলকাতাসহ একাধিক জেলায় বিভিন্ন স্থানে বহু গাছ ভেঙে পড়েছে। হেলে পড়েছে সিগন্যাল পোস্ট। বিপজ্জনকভাবে রাস্তায় ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার। এরই মধ্যে লাইনে গাছ পড়ে যাওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। আপ ও ডাউন কোনো লাইনেই আপাতত ট্রেন চলছে না। সব ঠিক থাকলে দুপুরের পর ট্রেন চলাচল শুরু হতে পারে।  

বিভিন্ন জায়গায় ট্রেন লাইনের উপর গাছ পড়ে গেছে। রেলের তরফে জানানো হয়েছে, সেই গাছগুলি তুলে নিয়ে ট্র্যাক পরীক্ষার পর ট্রেন চালু করতে সময় লাগবে। শুধু শিয়ালদা শাখা নয়, হাওড়া - শিয়ালদায় বাতিল হয়েছে বহু ট্রেন। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিডিয়া প্রায় ৪০০ এর বেশি বিমান বন্ধ রাখা হয়েছিল। এরমধ্যে ৩৪০টি ডোমেস্টিক  ইন্টারন্যাশনাল বিমান পরিষেবা বাতিল করা হয়েছিল। তবে সোমবার সকাল দশটার পর শুরু হয়েছে বিমান পরিষেবা।

সোমবার সকাল থেকেও বৃষ্টি হলেও কলকাতায় ঝড়ের দাপট সেই অর্থে নেই। তবে এখনও ঝোড়ো হাওয়া বইছে ফ্রেজারগঞ্জ ও বকখালিতে।  

স্থানীয় সূত্রে খবর, ব্যাপক ঝড়বৃষ্টি হচ্ছে সুন্দরবনে। সোমবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের একাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। গাছ ভেঙে পড়ে বিপর্যস্ত সাগরদ্বীপ। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মে ২৭, ২০২৪
ভিএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।