ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

হাসপাতালে কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
হাসপাতালে কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

কলকাতা: কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে।

তবে অসুস্থতার কারণে নয়, পেসমেকার বদলের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ভালো আছেন সাহিত্যিক। পেসমেকার বদলের জন্য ১৫ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পেসমেকার বদলানো হয়েছে এবং তিনি ভালো আছেন।

অনেকদিন ধরেই বুকে পেসমেকার বসানো রয়েছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। চিকিৎসার নিয়ম অনুসারেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেই পেসমেকার বদলাতে হয়। তার পেসমেকারটি পুরনো হয়ে গিয়েছিল। যার ফলে হার্টের সমস্যা হতে পারে। তা বদলানোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিকল্পনামতোই অস্ত্রোপচার হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। এর পরে সামান্য শ্বাসকষ্ট শুরু হয় তার। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দুদিন পরই ছেড়ে দেওয়া হবে প্রখ্যাত এই কথাসাহিত্যককে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।