ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বিমল হত্যা মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার দাবি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
বিমল হত্যা মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: প্রদেশ কংগ্রেসের পর এবার বিজেপিও ত্রিপুরার সাবেক মন্ত্রী বিমল সিনহা হত্যা মামলার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (সিবিআই)-কে দেওয়ার দাবি জানিয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের যদি রাজ্যবাসীর প্রতি বিন্দুমাত্র দায়িত্ব থাকে তবে তিনি এ ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে ফের করাবেন।

রাজ্য পুলিশ ও সিআইডি তদন্তে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন বিপ্লব কুমার দেব।

তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও সিপিআই (এম) নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য ত্রিপুরা রাজ্যে ২৫ বছর ধরে উগ্রবাদীদের জিইয়ে রেখে ছিলেন।

১৯৯৮ সালের ৩১ শে মার্চ ধলাই জেলার কমলপুরে তৎকালীন মন্ত্রী বিমল সিনহা ও তার ভাইকে এনএলএফটি জঙ্গিরা গুলি করে হত্যা করে। এরপর থেকেই এ বিষয়ে শুরু হয়েছে নানা রাজনৈতিক অভিযোগ।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।