কলকাতা: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার (১৭ এপ্রিল)। এর আগে ৪ ও ১১ এপ্রিল দু’দিনে প্রথম দফার নির্বাচন শেষ হয়।
দ্বিতীয় দফায় মূলত উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে নির্বাচন হতে চলেছে বীরভূম জেলার।
এই দফার নির্বাচনে ৩৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১ কোটি ২১ লাখ ভোটার। ১৩ হাজার ৬৪৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকবে নিরাপত্তার দায়িত্ব।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
ভিএস/এএ