কলকাতা: পূজা শুরুর আগেই কলকাতার বিভিন্ন পূজা উদ্যোক্তাদের পরিকল্পিত 'থিম' নিয়ে আলোচনা তুঙ্গে। বিভিন্ন থিমের মধ্যে কলকাতার সবচেয়ে চমকপ্রদ 'থিম' হতে চলেছে ‘ভবানীপুর দুর্গাৎসব সমিতি’র।
এতদিন রাজনৈতিক নেতা-নেত্রী পূজার উদ্বোধন করতেন। কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিকে 'থিম' হিসেবে মূল ভাবনায় রেখে মণ্ডপ নির্মাণ এই প্রথম। পূজা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, শিল্পী শুভম মুখোপাধ্যায়ের সঙ্গে এ কাজে হাত মিলিয়েছে কলকাতা আর্ট কলেজের আরও পাঁচজন ছাত্র।
ভবানীপুর দুর্গাৎসব সমিতির সভাপতি অসীম বসু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রাম ফুটিয়ে তোলা হবে মণ্ডপে। সঙ্গে থাকবে তার আমলের বিভিন্ন সাফল্যের দিকগুলি।
যদিও সমালোচকরা অনেকে পূজার সঙ্গে রাজনীতির মিশ্রণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, কিন্তু আয়োজকরা এ ধরনের আলোচনাকে বিশেষ পাত্তা দিতে চাইছেন না। তবে পূজা যত এগিয়ে আসবে এই মণ্ডপ নিয়ে যে আলোচনা, বিতর্ক ও উৎসাহ বাড়বে সে কথা বিনা তর্কে বলাই যায়।
বাংলাদেশ সময়: ১৬০০ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
ভিএস/এএ