আগরতলা: জ্বালানি তেলের জন্য ত্রিপুরার পরিস্থিতি দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছে। প্রতিদিন বাইক, স্কুটারসহ গাড়ির চালকেরা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে জ্বালানি তেল না পেয়ে বিক্ষোভ করছেন।
পেট্রোল না পেয়ে শুক্রবার (২৯ জুলাই) রাজধানী আগরতলার দুর্গাবাড়ি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন চালকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কিছুক্ষণ পর ফের উত্তপ্ত হয়ে ওঠে সড়ক।
শুক্রবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রতিনিধি দল মহাকরণের সামনে গিয়ে মন্ত্রীদের রাস্তা অবরোধ করেন। এ ঘটনার খবর পেয়ে ক্যাপিটেল কম্পেক্সের সামনে ছুটে যান পশ্চিম জেলার ডি এম ড. মিলিন্দ রামটেক, পশ্চিম জেলার এসপি আভিজিৎ সপ্তর্ষীসহ অন্য কর্মকর্তারা। তারা এদিনের মতো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস প্রতিনিধিদের বুঝিয়ে সরিয়ে নেন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এএ