আগরতলা: আগরতলায় বাংলাদেশ অ্যাসিসট্যান্ট হাই কমিশনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ত্রিপুরা সকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, আগরতলায় বাংলাদেশের অ্যাসিসট্যান্ট হাই কমিশন অফিসের অ্যাসিসট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রথম সচিব মোহাম্মদ মনিরুজামানসহ বিশিষ্ট ব্যক্তিরা।
তারানা হালিম বলেন, আমরা যখন মনের দিক থেকে বিপর্যস্ত হই তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে মনের দিক থেকে এক ধরনের আশ্রয় পাই। আবার যখন মনের দিক থেকে নিষ্পেষিত, লাঞ্ছিত, নিপীড়িত হই তখন নজরুলের বিদ্রোহী সত্ত্বা আমাদের প্রতিবাদের প্রেরণা যোগায়, উদ্দীপ্ত করে।
ভানু লাল সাহা বলেন, আমরা চাইবো ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ভাব বিনিময় আরও বেশি করে হোক। বাংলাদেশের অ্যাসিসট্যান্ট হাই কমিশন এ কাজের মধ্যস্থতা ভালোভাবে করতে পারে।
অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এএ