ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আগরতলা সরকারি মেডিকেলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
আগরতলা সরকারি মেডিকেলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: রাজধানীর আগরতলা সরকারি মেডিকেল কলেজের ১২তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।

সোমবার (১ আগস্ট) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের কার্ল ল্যান্ডস্টাইন অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী বাদল চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব এম নাগারাজু, দফতরের কর্মকর্তাসহ অন্যরা।  

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যে একটি ডেন্টাল কলেজ স্থাপন করা হবে। বর্হিঃরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান এ কলেজ স্থাপনের আগ্রহ দেখিয়েছে। পশ্চিম জেলাতে হবে তাদের কলেজ। এর জন্য জমি দেখা হচ্ছে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার রাজ্যে একটি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি কলেজ খুলতে আগ্রহী।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।