কলকাতা: অর্ধযুগ ধরে চলে আসা কলকাতার ‘বাংলাদেশ বইমেলা’ চলতি বছর শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এবারও মেলা হবে রবীন্দ্রসদন মুক্ত প্রাঙ্গণে।
প্রথম দিকে গগনেন্দ্র প্রদর্শনশালার দু’টি তলা নিয়ে শুরু হলেও মেলার পরিসর বাড়ায় রবীন্দ্রসদনের মুক্ত প্রাঙ্গণে করা হচ্ছে।
জানা যায়, বাংলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল ইন্সটিটিউটসহ বাংলাদেশের পঞ্চাশটি খ্যাতনামা প্রকাশনা অংশ নিচ্ছে এ মেলায়।
তবে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন মেলা শুরুর নির্দিষ্ট দিন এখনও জানায়নি।
মেলায় শুধু বাংলাদেশেরই বইয়ের সম্ভার থাকে। মেলার সঙ্গে যুক্তরা জানান, এ মেলার মূল উদ্দেশ্য শুধু বিক্রি নয়, এ অঞ্চলে বাংলা ভাষাভাষী কবি, সাহিত্যিক, পাঠক ও বরেণ্য ব্যক্তিদের চিন্তা-ভাব বিনিময়ের এক অপূর্ব মিলনক্ষেত্র হয়ে ওঠে।
মেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত।
পঞ্চাশটি বইয়ের স্টল ছাড়াও মেলায় থাকবে বাংলাদেশ ও পশ্চিমবাংলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে দু’দেশের প্রথিতযশা আলোচকদের নিয়ে সেমিনার।
প্রতিবারের মতো পশ্চিমবাংলার মানুষ অপেক্ষায় আছে বাংলাদেশ বই মেলা উদ্বোধনের।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
ভিএস/এএ