ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

ভারত

নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ত্রিপুরায় স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ত্রিপুরায় স্বাধীনতা দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের বিভিন্নস্থানের মতো ত্রিপুরা রাজ্যেও উদযাপিত হচ্ছে ৭০তম স্বাধীনতা দিবস।

সোমবার (১৫ আগস্ট) রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে।

এখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এ সময় সামরিক ও বেসামরিক বাহিনীর ক্যাডেটরা কুচকাওয়াজ করে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান।

আয়োজনে ছিল ত্রিপুরা পুলিশ, আসাম রাইফেলস, টি এস আর, সি আর পি এফ, বি এস এফ এবং বেসামরিক বাহিনীর মধ্যে ছিল এন সি সি, এন এস এস, স্কাউটস অ্যান্ড গাইডের ক্যাডেটরা।

আসাম রাইফেলস ময়দানের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ, ত্রিপুরার মুখ্যসচিব ওয়াই পি সিং, ত্রিপুরা পুলিশের মহা-নির্দেশক কে নাগরাজসহ অন্যান্যরা।

সব শেষে রাজধানী আগরতলার বিভিন্ন সংগীত স্কুলের ছাত্র-ছাত্রীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

একইভাবে রাজ্যের প্রতিটি মহকুমাতেও বর্ণময় অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।