ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ঈদে ছুটবে দেব-নুসর‍াতের লাভ এক্সপ্রেস, বাংলানিউজকে নির্মাতা রাজীব

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
ঈদে ছুটবে দেব-নুসর‍াতের লাভ এক্সপ্রেস, বাংলানিউজকে নির্মাতা রাজীব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: উৎসবের মৌসুম মানেই কলকাতার চলচ্চিত্রপাড়ায় নতুন কোনো ছবি নিয়ে উন্মাদনা। সেই ধারাবাহিকতায় এবার ঈদের ঠিক আগে মুক্তি পাচ্ছে হার্টথ্রব দেব এবং গ্ল্যামার গার্ল নুসরাত অভিনীত ‘লাভ এক্সপ্রেস’।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে কলকাতার সমস্ত প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।  

এই ‘লাভ এক্সপ্রেস’ ছুটিয়েছেন নন্দিত নির্মাতা রাজীব বিশ্বাস। চলচ্চিত্রটি মুক্তির ঠিক আগের দিন বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কলকাতায় বাংলানিউজের সঙ্গে একান্ত আলাচারিতা হয় তার। রাজীব চলচ্চিত্রটির প্রচার নিয়ে শেষ মুহূর্তের ব্যস্ততার মধ্যেও কথা বলেছেন ছবিটির নানাদিক নিয়ে।

বাংলানিউজ: নুসরাত এবং দেব এই প্রথম একসঙ্গে অভিনয়ে। এই জুটিকে নেওয়ার কারণ কী?

রাজীব বিশ্বাস: দেব আর নুসরাতকে জুটি করার কথা আমার মাথায় এসেছিল ‘খোকা ৪২০’ ছবির শুটিংয়ের সময়। এমনিতে দেব শুটিংয়ে সবার খুব পেছনে লাগে। নুসরাতও ছাড়বার পাত্রী নয়। দেবের  সঙ্গে জমিয়ে ঝগড়া করতো। ওদের রসায়ন তখনই বেশ মনে ধরেছিল আমার। ঠিক করেছিলাম ওদের জুটি করে একটা ছবি করতেই হবে। বাংলানিউজ: চলচ্চিত্রটির নাম ‘লাভ এক্সপ্রেস’, এর মধ্যে ঝগড়া এলো কীভাবে?

রাজীব বিশ্বাস: সেটাই তো মজার। এখানে প্রেমের থেকে ঝগড়াই বেশি করেছে নুসরাত আর দেব। আর শুধু ঝগড়া কেন, মারপিটও করেছে বলতে পারেন। আর তার মধ্যে দিয়েই এগিয়েছে প্রেমের এক্সপ্রেস।

বাংলানিউজ: চলচ্চিত্রটির গল্পটি জানতে ইচ্ছা করছে

রাজীব বিশ্বাস: এটা লাল-নীলের গল্প। ‘লাল’ দেব আর ‘নীল’ নুসরাত। একটি বাড়ির সর্বময় কর্তা অবসরপ্রাপ্ত এক কর্নেল। তার ভয়ে সকলেই তটস্থ। তিনি নিয়ম করেছেন জীবনে ১০০টা ভুল করলেই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। লালের ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে শিলিগুড়িতে। পরিবারের সবাই মিলে রওনা হয়েছে শিলিগুড়ির উদ্দেশে বিয়েতে অংশ নিতে। অন্যদিকে নীল শিলিগুড়িতে যাচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে। কলকাতা থেকে শিলিগুড়ি যাত্রাপথে কে কতবার ট্রেন মিস করল, কেন করল এবং তারপর কী কী ঘটনা ঘটল তা নিয়েই ‘লাভ এক্সপ্রেস’। বাংলানিউজ: শোনা যাচ্ছে ছবিটির সঙ্গে শাহরুখ খান আর দীপিকা পাডুকান অভিনীত ‘চেন্নাই একপ্রেস’ এর মিল আছে। অভিযোগ কতটা সঠিক?

রাজীব বিশ্বাস: একটু শুধরে দিই, এটি তেলেগু চলচ্চিত্র  ‘ভেঙ্কটাদ্রি এক্সপ্রেস’ এর রিমেক, যা থেকে নাকি শাহরুখ খান-দীপিকা পাড়ুকানের ‘চেন্নাই এক্সপ্রেস’ তৈরি হয়েছিল। যদিও তেলেগু ছবিটি একেবারেই চলেনি। আর সেই ছবির গল্পও অনেকটাই পরিবর্তন করা হয়েছে।  দক্ষিণের রিমেক কোনো ছবিতে যেমন প্রতিটি ফ্রেমে নাচ আর মারামারির দৃশ্যে  থাকে, এখানে তেমন নেই। গল্প বলার দিকেই জোর দিয়েছি।

বাংলানিউজ: ছবিতে আর কে কে অভিনয় করছেন?

রাজীব বিশ্বাস: দেব-নসুরাতের পাশাপাশি খরাজ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিকের মতো অভিনেতাদের জন্যও এই ছবিতে অনেকটা জায়গা রয়েছে। আছেন ভিক্টর ব্যানার্জি, তুলিকা বসু, শংকর চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়ও। বাংলানিউজ: এবার দেবের প্রসঙ্গে আসি। ‘দুজনে’, ‘পাগলু’, ‘খোকা ৪২০’, ‘বিন্দাস’ ছবি করেছেন তার সঙ্গে। এবার পাঁচ নম্বর চলচ্চিত্র। আগের চারটি সুপার হিট। এই চলচ্চিত্রে দেবের চরিত্রটি কেমন?

রাজীব বিশ্বাস: দেব এখানে একদম সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছে। অভিনয়টা বেশ মন দিয়ে করেছে। পাশে বাঘা বাঘা শিল্পীরা থাকলেও দর্শক ওর থেকে চোখ সরাতে পারবেন না বলেই আমার বিশ্বাস। দেব-নুসরাত দু’জনেই এখন অন্য ঘরানার পরিচালকদের সঙ্গে নিয়মিত কাজ করছে। ফলে কাজের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটছে।

বাংলানিউজ: এই চলচ্চিত্রের গান নিয়ে কিছু বলুন।

রাজীব বিশ্বাস: ‘মন বলেছে আমার’ গানটা ইউটিউব হিটস  ৩০ লাখ ছাড়িয়ে গেছে। ‘ধিতাং ধিতাং’র রেসপন্সও দুর্দান্ত। জিৎ গাঙ্গুলির সুরে এটি এখনই জনপ্রিয় হয়েছে।

বাংলানিউজ: আপনাকে ধন্যবাদ
রাজীব বিশ্বাস: আপনাকে ও আপনার মিডিয়াকে ধন্যবাদ। বাংলানিউজের মাধ্যমে সব বাংলাদেশিকে ঈদ ও পূজোর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।