ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

নাডা’র প্রভাবে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
নাডা’র প্রভাবে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ঘূর্ণিঝড ‘নাডা’র প্রভাবে তিন দিন ধরে ত্রিপুরায় ভারী বৃষ্টি হচ্ছে। লাগাতর বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


ইতোমধ্যে রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার বিজয়নগর গ্রামের সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এদিকে, রাজধানী আগরতলার উপর দিয়ে বয়ে চলা হাওড়া নদীর পানির স্তর বেড়েছে। ফলে খয়েরপুর এলাকায় নদী ভাঙনের কারণে চারটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কিছু বাড়ির মাটি ভেঙে যাওয়ায় বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে আছে।  
রোববার (০৬ নভেম্বর) বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যান ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
লাগাতর বৃষ্টির কারণে আগরতলা শহরের বনমালীপুর, আর এম এস, শকুন্তলা রোড ও আগরতলা পুরনিগম’র ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনগর এলাকার রাস্তাঘাট ভেঙে পাশের ডোবায় তলিয়ে গেছে। ফলে শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সবমিলিয়ে ‘নাডা’র প্রভাবে ত্রিপুরাও বিপর্যয়ের সৃষ্টি করেছে।  
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।