ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতা চলচ্চিত্র উৎসবে মন কেড়েছে একাধিক শর্ট ফিল্ম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
কলকাতা চলচ্চিত্র উৎসবে মন কেড়েছে একাধিক শর্ট ফিল্ম

কলকাতা চলচ্চিত্র উ‍ৎসবে প্রদর্শিত একাধিক শর্ট ফিল্ম ও প্রামাণ্যচিত্র দর্শকদের মন কেড়েছে। 

কলকাতা: কলকাতা চলচ্চিত্র উ‍ৎসবে প্রদর্শিত একাধিক শর্ট ফিল্ম ও প্রামাণ্যচিত্র দর্শকদের মন কেড়েছে।  
 
এ বছর শর্ট ফিল্ম বিভাগে নজর কেড়েছে পরিচালক স্বপ্ন রায়ের সাড়ে এগার মিনিটের ছবি ‘দ্য স্টোরি অব মাই আইজ’।

এতে একটি কিশোরের গল্প বলেছেন পরিচালক। যেখানে প্রতিদিন ঐ কিশোরকে একটি রেলস্টেশন পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়।  
 
সেখানে সে প্রতিদিন এক অসহায় বৃদ্ধাকে দেখে মনে মনে তাকে সাহায্য করার কথা ভাবে। তবে সাহায্য করতে গিয়েই নানান প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় ওই কিশোরকে।  

ছবিটির চিত্রধারণ করা হয়েছে রোমে। এমনকি ছবির অভিনেতা, অভিনেত্রী এবং প্রযোজকও রোমেরই বাসিন্দা।
 
এছাড়া দর্শক এবং চলচ্চিত্র বোদ্ধাদের আলোচনায় উঠে আসছে আরও একটি স্বল্পদৈর্ঘ্য ছবি। যদিও ছবিটির কোনো নাম দেননি পরিচালক ঋতোজিৎ।
 
৬৫ হাজার রুপির বাজেটের সাড়ে ছয় মিনিটের এই চলচ্চিত্রে দেখান হয়েছে একটি ছোট্ট মেয়েকে। যে আকাশে ঘুঁড়ি দেখে তার নিজের ঘুঁড়ি ওড়ানোর ইচ্ছে জাগে। সেই ইচ্ছে নিয়েই সে পয়সা জমিয়ে কিনে ফেলে কয়েকটি গ্যাস বেলুন। তারপর সে তার স্বপ্নগুলো নিয়ে পাড়ি দেয় মেঘেদের দেশে। সেখানে মেয়েটি তার খেলার মাঠ হিসেবে বেছে নেয় আকাশ।
 
প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে প্রশংসা কুড়িয়েছে পরিচালক মনোজিৎ অধিকারীর ‘শবর’। এখানে দেখান হয়েছে ‘শবর’ বা ‘খেড়িয়া’ বা ‘লোধা’ আদিবাসী গোষ্ঠীর মানুষদের বেঁচে থাকার লড়াই। পশ্চিমবঙ্গ, ওড়িষ্যা এবং ঝাড়খণ্ড অঞ্চলের মানুষদের জীবনযাত্রা নিয়ে প্রামাণ্যচিত্রটি যথেষ্ট প্রশংসা লাভ করেছে।
 
কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে আরও কিছু ‘শর্ট ফিল্ম’ এবং প্রামাণ্যচিত্র। অন্যান্য বছরের তুলনায় এ বছর এ বিভাগে মানুষের আগ্রহ অনেক বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।