ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতের বাজারে আসছে প্লাস্টিকের নোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
ভারতের বাজারে আসছে প্লাস্টিকের নোট

প্রচলিত কাগজের নোটের পরিবর্তে ভারতের বাজারে আসছে প্লাস্টিকের নোট। ভারতের পাঁচটি শহরে পরীক্ষামূলক নোটগুলো ছাড়া হবে। 

কলকাতা: প্রচলিত কাগজের নোটের পরিবর্তে ভারতের বাজারে আসছে প্লাস্টিকের নোট। ভারতের পাঁচটি শহরে পরীক্ষামূলক নোটগুলো ছাড়া হবে।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) লোকসভায় এক প্রশ্নের উত্তরে দেশটির অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এ তথ্য জানান।  

জানা গেছে, ২০১৪ সালেই ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছিল। প্লাস্টিক নোটের গড় আয়ু প্রায় পাঁচ বছর। আর এই নোট নকল করাও কঠিন। শুধু তাই নয়, নোট পরিষ্কার করেও নেওয়া যাবে।  
 
ভারতের কোচি, মহীশুর, জয়পুর, সিমলা এবং ভুবনেশ্বর শহরে প্রথমে এ নোট ছাড়া হবে। প্রাথমিক ১০ রুপির প্লাস্টিকের নোট বাজারে আসবে। নোটের মধ্যে থাকবে বিশেষ কিছু নিরাপত্তাজনিত বিষয়।
 
প্লাস্টিকের নোট তৈরির যাবতীয় উপাদান সংগ্রহের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। তবে কবে থেকে বাজারে এ নোট আসবে সে বিষয়টি সরকারের তরফে জানানো হয়নি।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।