সাউথ সিটির নতুন রূপের জন্যে খরচ হবে ৫০ কোটি রুপি। তবে টানা চার মাস বন্ধ থাকায় ব্যবসায়িক ক্ষতি হবে প্রায় ৩শ’ ৫০ কোটি রুপি।
সাউথ সিটি সাময়িক বন্ধ হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র যে ক্রেতারাই সমস্যায় পড়বেন তা নয়, অসুবিধায় পড়বেন যাদের প্রিয় আড্ডা দেওয়ার জায়গা তারাও। তবে বন্ধ হবার আগে ‘স্টক ক্লিয়ারেন্স সেল’-এ দেওয়া হবে বিরাট মূল্যছাড়।
প্রায় ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়ার আশা থাকছে। এই মূল্যছাড়ের সুযোগ নিতে কলকাতার ক্রেতাদের সঙ্গে প্রতিবেশি দেশের ক্রেতারাও শহরে ভিড় জমাতে পারেন বলেও অনুমান করছেন শপিং মলের বিক্রেতারা।
তবে কবে থেকে শপিং মলটি বন্ধ হবে আর কবে থেকেই বা মূল্যছাড় দেওয়া শুরু হবে সেই ব্যাপারে এখনও কোনো ঘোষণা হয়নি।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসএস/জিপি/বিএস