ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ছোট ইলিশ কেনাবেচায় গ্রেপ্তারের আইন হতে পারে পশ্চিমবঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ছোট ইলিশ কেনাবেচায় গ্রেপ্তারের আইন হতে পারে পশ্চিমবঙ্গে

কলকাতা: ৫শ’ গ্রামের কম ওজনের ইলিশ কেনাবেচায় গ্রেপ্তারের মতো কঠোর সাজার পদক্ষেপ নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। এ বিষয়ে আগামী দিনে আইন আসতে পারে বলে শোনা যাচ্ছে। 

পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের কাছে আছে। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা চলছে।

 

তবে এ ব্যবস্থা চালু করতে গেলে ভারতে আইনে কিছু সংশোধন প্রয়োজন বলেও জানান তিনি।  
 
ছোট ইলিশ না ধরার জন্য লাগাতার প্রচারণা চালিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মৎস্যজীবীদের সঙ্গে সচেতন করা হয়েছে বিক্রেতাদেরও। এর ফলে ছোট ইলিশ বিক্রি কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ করা যায়নি।  

ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট’র এক গবেষণায় উঠে এসেছে, গঙ্গায় ইলিশের পরিমাণ ব্যাপকভাবে কমে গেছে। এজন্য দায়ী ছোট ইলিশের সঙ্গে প্রজননের সময় ইলিশ ধরার প্রবণতাকে। যদি ছোট ইলিশ ধরার ক্ষেত্রে ১ শতাংশ কমানো যায় তবে বছরে ৪ হাজার টন বাড়তি ইলিশ পাওয়া বলে গবেষণায় বলা হয়েছে।
 
আর সংশ্লিষ্টরা মনে করছেন, আইনে গ্রেপ্তারির ব্যবস্থা থাকলে সমস্যার অনেকটা সমাধান হতে পারে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসএস/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।