২০০৩ সালে ভারতে ট্রেনে সফর করার সময় দামি গহনাসহ বেশ কিছু কাগজপত্র চুরি যায় রাধা রামের। প্রাথমিকভাবে ভারতীয় রেল ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করেনি।
ক্রেতা আদালত আদেশ দেন, যেহেতু টিকিট কেটে ট্রেনে উঠে ওই ব্যক্তির জিনিস হারিয়েছে, ফলে দায়িত্ব রেলের। আদালত হারিয়ে যাওয়া জিনিস এবং তিনি যে মানসিক এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন তার ক্ষতিপূরণ বাবদ এই অর্থ দিতে আদেশ দিয়েছেন।
এতোদিন পরে বিচার পাওয়ায় খুশি রাধা রাম নাথন। খুব দ্রুত হাতে ক্ষতিপূরণের অর্থ পেতে চলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসএস/আইএ