মুখ্যমন্ত্রী জানান, পরিবেশের কথা মাথায় রেখে খোয়াই অঞ্চলে পর্যটকদের জন্য কিছু সুবিধা দেওয়া দরকার। এ কারণে সেখানে রোদ, বৃষ্টি থেকে বাঁচতে কিছু ‘ছাউনি’, বসার ব্যবস্থা, পানির ব্যবস্থা করা হবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এলাকা পরিদর্শন করেন জেলা শাসক পি মোহন গান্ধী। তিনি জানান, যত দ্রুত সম্ভব পরিবেশের কথা মাথায় রেখে সাজিয়ে ফেলা হবে খোয়াই।
এ প্রসঙ্গে বিশ্বভারতীর সঙ্গে আলোচনা করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিভিন্ন সময় খোয়াইয়ের পরিবেশ নষ্ট করে সেখানে বেসরকারি নির্মাণের অভিযোগ করেছেন ওই অঞ্চলের পরিবেশপ্রেমীরা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৪ মে, ২০১৭
এসএস/এএ