ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আবদুর রজ্জাক ভুঁইয়াকে ভারত সভা’র সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জুন ৪, ২০১৭
আবদুর রজ্জাক ভুঁইয়াকে ভারত সভা’র সংবর্ধনা

কলকাতা: বাংলাদেশ নজরুল ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহম্মদ আবদুর রজ্জাক ভুঁইয়াকে সংবর্ধনা দিয়েছে ভারতের প্রাচীন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ‘ভারত সভা’।

শনিবার (০৩ জুন) ভারত সভা আয়োজিত রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ভারত সভার সভাপতি অধ্যাপক সত্যব্রত চৌধুরীসহ অন্য সদস্যরা।

শিক্ষাবিদ, গবেষক ও বিভিন্ন পত্রিকার সম্পাদকরাও উপস্থিত ছিলেন।  

অধ্যাপক সত্যব্রত চৌধুরী আবদুর রজ্জাককে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।

সত্যব্রত চৌধুরী বলেন, বাংলাদেশে নজরুল চর্চা একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আবদুর রজ্জাককে সম্মান জানাতে পেরে ভারত সভার সদস্যরা গর্বিত।

আবদুর রজ্জাক তার বক্তব্যে বাংলাদেশে নজরুল চর্চার কথা তুলে ধরেন। তিনি নবীন প্রজন্মের কাছে আরও বেশি নজরুলের ভাবধারা প্রচারের দিকটিতে জোর দেন।  

অন্য বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের চিন্তার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

ভারত সভা ভারতের সর্বপ্রথম রাজনৈতিক ও  সামাজিক সংগঠন। ১৮৭৬ সালে এই
সংগঠনের প্রতিষ্ঠা হয়। ভারত জাতীয় কংগ্রেস জন্মের দশ বছর আগে তৈরি হওয়া
এই সংগঠন ছিল তৎকালীন সময়ের ভারতীয় সমাজে আধুনিক চিন্তা চেতনার অনুঘটক।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
ভিএস/আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।