ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাবে বিজেপি, রাজ্যে ফিরে মুকুল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাবে বিজেপি, রাজ্যে ফিরে মুকুল  ছবি: সংগৃহীত

ঢাকা: বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যে ফিরেই তৃণমূল পদত্যাগী মুকুল রায় বলেছেন, আগামীদিনে পশ্চিমবঙ্গ ও ওডিশায় বিজেপি সরকার গঠন করবে। রাজ্যে গণতন্ত্র ফেরাবে। 

সোমবার (০৬ নভেম্বর) বিকেলে কলকাতায় বিজেপির রাজ্য কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ দাবি করেন।  

এর আগে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে পৌছে সোজা বিজেপি কার্যালয়ে যান মুকুল।

এ সময় তাকে রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষসহ অন্যান্য নেতারা তাকে স্বাগত জানান।  
  
প্রথমে মুকুলকে গেরুয়া রঙের পতাকা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিলীপ। পরে সংবাদ সম্মেলনে বলেন,‘পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করে দিয়েছেন মুকুল রায়। তার মনে অনেক কথাই আছে। ধীরে ধীরে সবই বলবেন তিনি। ’

এরপরই মাইক্রোফোন এগিয়ে দেন মুকুলকে। এ সময় তিনি বলেন, রাজ্যে ফিরে যে ভালোবাসা ও সংবর্ধনা পেয়েছি তা আমায় আপ্লুত করেছে। রাষ্ট্রীয় ক্ষেত্রে আমার ক্যাপ্টেন অমিত শাহ। আর পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ। তার কথা মেনেই ভবিষ্যতে কাজ করবে। ’ 

তিনি বলেন, বিগত বছরে বিজেপি যেভাবে কাজ করছে তাতে মনে হচ্ছে তারা লক্ষ্যে পৌঁছাচ্ছে। গুজরাটসহ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিই সরকারে আসবে।  

‘রাজ্যে যে পরিবর্তনের আমরা চেয়েছিলাম, তা হয়নি। যারা পরিবর্তন আনতে চান, তারা বিজেপিতে যোগ দিন। ’ 

পরে বিজেপিতে যোগ দেওয়া ও তৃণমূল ছাড়া নিয়ে আগামী ১০ নভেম্বর রানি রাসমনি রোডে বিজেপি আয়োজিত সমাবেশে বলবেন বলে জানান মুকুল রায়।  

এ সময় বিজেপি নেতা রাহুল সিনহাসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৬. ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।