ইস্টার্ন রেলওয়ের সূত্রে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কলকাতা (চিৎপুর) স্টেশনে ট্রেন ছাড়ার আগেই সব চেকিং ও ইমিগ্রেশন সেরে ফেলা হবে।
তবে এর জন্য ট্রেন ছাড়ার অন্তত দুঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে পৌঁছাতে হবে।
অন্যদিকে খুলনা-কলকাতা দ্বিতীয় মৈত্রী ট্রেন “বন্ধন এক্সপ্রেসে”র উদ্বোধন হতে চলেছে ৯ নভেম্বর। কলকাতা স্টেশন থেকে ভারতীয় সময় ১০টা ১৫ মিনিটে দুই দেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স সহযোগে পতাকা নাড়িয়ে যাত্রার শুভ সূচনা করবেন।
এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মালা সাহা(পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি অন রেলওয়ে), বাংলাদেশ উপ-হাইকমিশনার তৌফিক হাসান সহ রেলের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা,নভেম্বর ০৭, ২০১৭
ভিএস/জেএম